আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখি ওয়ার্ড প্রেসে সাইট বানানোর পর পর কি কি করা উচিত!

ধুর ওয়ার্ডপ্রেস এখন ওয়েব সাইট তৈরীর জন্য অন্যতম প্রিয় Content Management System (CMS). প্রতিদিনই হাজার হাজার ওয়েব সাইট তৈরী হচ্ছে যার অনেকাংশেই ওয়ার্ডপ্রেসে তৈরী। আজকে আমি একটি লিষ্ট দিব, যা আপনি ওয়ার্ড প্রেস তৈরীর পর পরই করা উচিত। এই লিষ্টটি আমি তৈরী করি নি, এটা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এবং ওয়েব ডিজাইনে এক্সপার্ট লোকজনের করা। আমি শুধু আপনাদের সামনে তুলে ধরছি। ১. প্রথমেই উচিত posts, pages and category এর permalink structure পরিবর্তন করা: সার্চ ইন্জিনের জন্য সুবিধাজনক ইউআরএল এর জন্য এটি করা উচিত।

wp-admin > Settings > Permalink এখান থেকেই করে নিতে পারেন। স্ট্যান্ডার্ড permalink structure হল http://yourdomain.com/sample-post/ এবং http://yourdomain.com/%post_id%/%postname% ২. Akismet প্লাগইনটি এক্টিভ করা এবং সেটি সেটাপ করা: সাইটকে স্প্যামার থেকে বাচাঁনোর জন্য এটা করা উচিত। wp-admin > Plugins > Installed Plugins থেকে এটি একটিভ করতে পারেন। আর একটিভ করার পর তাদের ওয়েব সাইটের লিংক পাবেন, সেখান থেকে একটিভেশন কোড পাবেন। ৩. username এবং password পরিবর্তন করুন: সাইট হ্যাকিং রোধে ইউজার নেম admin রাখা উচিত না, এটি চেঞ্জ করতে আপনাকে মাই এসকিউ এল এ পরিবর্তন করতে হবে, সেটির টিউটোরিয়াল দেখুন এখানে।

আর পাসওয়ার্ড চেঞ্জ করতে wp-admin > Users > Your Profile ভিজিট করুন। ৪. একটি পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন করুন: সাইট বেশি হিবিজিবি হলে কেউই পছন্দ করে না। সাইটের নেভিগেশন যত সুবিধাজনক এবং পরিস্কার হয়, ততই ভাল। ৫. একটি SEO plugin ইন্সটল করুন: SEO আপনার সাইটে ভিজিটর বাড়াতে সাহায্য করে, তাই ভাল একটি প্লাগইন ইন্সটল করুন। এ ক্ষেত্রে আমার পছন্দ Yoast SEO plugin. ৬. সোস্যাল শেয়ারিং প্লাগইন ব্যবহার করুন: আমার পছন্দের সোস্যাল শেয়ারিং প্লগইনস: Facebook Page Promoter Lightbox, Async Social Sharing এবং Digg Digg।

যদিও Digg Digg এ কিছুটা সমস্যা আছে, যেটার সমাধান আপনি এখানে পেতে পারেন । ৭. একটি কন্টাক্ট পেইজ তৈরী করুন: ভিজিটররা যাতে সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে তার ব্যবস্থা করুন। ৮. একটি automatic database backup plugin ইন্সটল করুন: এতে আপনার সাইট হ্যাক বা অন্য কোন কারণে সমস্যায় পড়লে পোষ্ট গুলি নিয়ে চিন্তার কিছু থাকবে না। ৯. আপনার ওয়েব সাইটকে Google Analytics এবং Google Webmaster tools তে অন্তর্ভুক্ত করান: Google Analytics আপনাকে ভিজিটর ট্রাক করতে সহোযোগীতা করবে। আর Google Webmaster tools আপনার সাইটকে গুগলে ইন্ডেক্স করতে এবং পরবর্তিতে কোন ইরোর হলেটি সহজে সমাধানে সহোযোগীতা করবে।

১০. WP-reCAPTCHA প্লাগইনটি ইন্সটল করুন: এটি আপনার সাইটে রেজিস্ট্রোশন, মন্তব্য প্রদান, লগইন ইত্যাদিতে স্প্যামিং রোধ করবে। এখানে সংক্ষেপে সকল প্রয়োজনীয় কাজ গুলির কথা বলা হয়েছে, এবং প্রয়োজনে বলে দেওয়া হয়েছে যে কিভাবে করতে হবে আরও বিস্তারিত ভাবে দেখতে চাইলে আমার ওয়েব নিজস্ব ব্লগে দেখতে পারেন, পোষ্টটি দেখতে এখানে ক্লিক করুন। এছাড়া আপনার যে কোন প্রশ্ন বা মতামত এখানে বা আমার নিজেস্ব ব্লগে লিখতে পারেন। আমি যথা সম্ভব চেষ্টা করব উত্তর দেবার। সবাইকে ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.