আমাদের কথা খুঁজে নিন

   

জাপানে পার্লামেন্ট নির্বাচনে আবের জয়

অ্যাবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও এর কনিষ্ঠ শরীক দল নিউ কোমেইতো ১২১টি নির্বাচনী আসনের মধ্যে অন্তত ৭১টি আসন পেতে চলেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে বুথ ফেরত জরিপে এ পূর্বাভাস দিয়েছে।
ফলে রোববারের নির্বাচনে এ জয়ের মধ্য দিয়ে ৬ বছরের মধ্যে এবারই প্রথম পার্লামেন্টের উভয় কক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ পেতে চলেছে আবের নেতৃত্বাধীন জোট।
এতে করে আবের ক্ষমতার ভিত আরো পাকাপোক্ত হচ্ছে এবং ২০০৬ সালে জুনিচিরো কোইজুমির ক্ষমতা ছাড়ার পর দেশটিতে প্রথম স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার পট প্রস্তুত হচ্ছে এ নির্বাচনের মধ্য দিয়ে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হতে পারে সোমবার। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, আবের জোট শেষ পর্যন্ত উচ্চকক্ষের ২৪২ আসনের মধ্যে ১৩০ টি আসন পাবে।উচ্চকক্ষের মোট আসনের অর্ধেক আসনে রোববার নির্বাচন হয়েছে।
আবের প্রধানমন্ত্রীত্বের প্রথম মেয়াদে ২০০৭ সালে পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবারের নির্বাচনকে তার জন্য আস্থার নির্বাচন হিসাবেই দেখা হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।