আমাদের কথা খুঁজে নিন

   

আবারো জাপানে ভূমিকম্প ,সুনামির হতে পারে, জরুরি অবস্থা জাপানে।


জাপানের পূর্বের সাগর তীরবর্তী এলাকা হনশু (Honshu) তে ৭.১ মাত্রার ভমিকম্প আঘাত হেনেছে। পুরো ১ মিনিট ধরে অনুভহব ভূমিকম্পটি। সাগর তলের ২৫ মাইল নিচে ভূমিকম্পটি আঘাত হানে। যদিও কোন মারাতক ক্ষতির খবর পাওয়া যাইনি। ফুকুসিমা ডাইইছি পরমানু কেন্দ্রে কোন ক্ষতির খবর পাওয়া যাইনি।

বাকি ২ টি প্লান্টেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাইনি। ফুকুসিমা ডাইইছি পরমানু কেন্দ্রের কর্মীদের বাএর করী নেয়া হয়েছে। নিকতবরতি এলাকা গুলতে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। লোকজন দের ওই এলাকা গুলো হতে যত দ্রত সরে আস্তে বলা হয়েছে । সুনামির ঢেউ এর উচ্চতা হতে পারে ২ মিটারের(৬ ফিট) বেশি।

ভমিকম্পের পর অনেক, আনুমানিক ১০০ এর উপর after-shock হয়েছে জাপানের উত্তরপূর্ব অঞ্চলে, তবে ২-১ টি after-shock মাত্রা ছিল ৭.০ এর মত তথ্য সুত্র ১ তথ্য সুত্র ২
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।