আমাদের কথা খুঁজে নিন

   

জাপানে মানবিক বিপর্যয়

মেঘ বলেছে যাব যাব

জাপানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে ৯ মাত্রার ভূমিকম্প পরবর্তী সুনামির আঘাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। ৫০০ কিলোমিটার বেগে ধেয়ে আসা সুনামির ঢেউয়ের তোড়ে আবর্জনার স্রোতের মতো ভেসে গেছে ঘরবাড়ি, গাড়ি মানুষ। মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবার মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ।

একের পর এক বিস্ফোরণের ঘটনা ১৯৮৬ সালের চেরনোবিল দূর্ঘটনাকেও হার মানায়। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে মারত্মক হারে। বিশেষজ্ঞরা বলছেন বিকিরণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এতে ত্বকের ক্যান্সার সহ নানা ধরনের রোগ সৃষ্টি করবে। বিকিরণ শুধু জাপানেই নয় যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দুর্যোগ যেন জাপানকে ছাড়তেই চাইছে না। হিরোশিমা ও নাগাসাকির ধকল সামলাতে না সামলাতেই দেশটি আবার মুখোমুখি হল তিজস্ক্রিয় বিপর্যয়ের। এতে চরম মানবিক বিপর্যয় দেখা দিবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি দেশগুলো জাপান থেকে খাবার আমদানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে সম্ভাব্য তেজস্ক্রিয়তার ভয়ে। জাপানের বিপর্যয়ের ধাক্কা আমাদের ওপরও পড়তে পারে।

কারণ এ দুর্যোগের জাপানের অর্থনীতিতে বড় ধরনে ধস নেমেছে । যার প্রভাব এশিয়ার দেশগুলোতে পড়বে। এরকম বিপর্যয়ে আসুন আমরা পরম করণাময়ের নিকট প্রার্থনা করি যাতে জাপান এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।