রাত্ হয়ে যায় আজ়ও, আজ় কফিহাউসের দিন
আজ ফের অনুভূত হয় আছে অনেকেই তবে
শুধু একা কুম্ভকেই লড়ে যেতে হয় ।
সেও একা লড়ে যেতে ভালোবাসে খূব আর তার
জ়য় যেন সুনিশ্চিত সকলে লাইনে পাথর রেখে
সুনামীর বাইরে সরে যায় । টোকিওর ভয়াবহ
ভুমিকম্প এসে দেখি মাঝরাতে । দেখি খোলামকুচির
মত ভেসে যায় গাড়িঘোড়া সুনামীর বিশ বাও জলে ।
ভাবি যেদিন প্রকৃতিও বাম হবে, সেদিন কোথায় যাবো,
কোন বুঁদি গড়ে । রাত্ হয়ে যায় আজ়ও, আজ় কফিহাউসের দিন
আজ বাড়ি ফিরে উড়ে যাই .........
১১ মার্চ ২০১১,শুক্রবার, রাত ১২;১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।