প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। মানুষ কতকিছু পায়, লটারীতে কোটে টাকা,
আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ী, যাদুমন্ত্রে পায় সরকারি চাকরি ;
ভাগ্যের গুনে কেউ ব্যবসায় রাতারাতি লাভ করে অযুত অর্থ
কিংবা রাজপথে ফেলে যাওয়া কোনো রূপবতীর একছড়া গলার হার,
কত মানুষ শূন্য থেকে পূর্ণ হয়,
শ্বশুর বাড়িতে খাসজমি পায়, কিংবা পায় মন মন স্বর্ণ, কেউ
এক টেন্ডারে কোটিপতি হয়, আঙুল ফুলে কলাগাছ হয়।
কত মানুষ রাতের আঁধারে সাতঘড়া ধন পায়,
যুবতীর মন পায়,
হাভাতে ছেলেটি রাজপথে গিয়ে হয় টেলর, বিখ্যাত মাস্তান
কিংবা বখাটে ছেলেটি হয় তুখোর রাজনীতিবিদ
পৃথিবীর আকাশ ভ্রমণে দেখে আসে অর্ধ্বলগ্ন দেশ, সপ্তামার্যের পাদদেশ।
আমি শুধু কিছু পাই না
এমনকি কৃষ্ণকুমারীর মন।
দূরে থাক সাতঘড়া ধন, আকাশ ভ্রমণ।
আমার ইচ্ছে নেই কিছু পাবার
হে ক্লিওপেট্ট্রা, তুমি শুধু এসো আমাকে ভালোবাসে
আর বলো 'ভালোবাসি তোমাকে। খুব ভালোবাসি' আর দাও একটি গোলাপ
শিশির ভেজা, যে ফুলটি আজি প্রভাতে ফুটেছে।
২১.০৭.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।