আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমিক কটুকাব্য অথবা একজন তাঁরছেড়ার অমায়িক বচন – স্বপ্নহীন শাহরিয়ার

নামহীন অনুভূতি হে মহান দেশপ্রেমের কাঙ্গাল,আপনাকে বলছি- একটু শুনুন;জানি বৃথা চেচিয়ে সময়ের অপচয় করছি... এই আশায় দু'একটি শব্দ হয়তো আপনার কর্ণকুহরে ঢুকবে... 'হয়তো'!!! আপনি দেশখ্যাত দেশপ্রেমিক তলাভাঙ্গাকুম্ভ,মহানুভবতার কপালপোড়া এই জাতির তিনশতেত্রিশতম অবতার... (সত্যি করে বলতে বাচালতার শিরমণি...) আপনার মুখনিসৃত বাণী হয়ত এই অধমদের কাছে বীরবল কিংবা গোপালচন্দ্রের কথামালা...হতেই পারে (কিংবা হতে পারে তক্তপোষে শক্ত এঁটে থাকা বাঘা ছাড়পোকা নয়ত গুদাম ঘরের পুষ্ট মশার অসহ্য দংশনজ্বালা...) মনে কি হয়না এমন??? হবে কেন?..ডজনখানেক চাটুকার পরিবেষ্টিত থাকেন যে... তাদের কাছে আপনার মুখ নিসৃত গালি মানেই অমিয় বচন! (সদ্যপ্রসুত স্বর্ণডিম্বতুল্য লৌকিক উপাখ্যান... সরষে তেলের পিচ্ছিল সমুদ্র,স্তুতির স্বর্গীয় বাগান!) মূর্খ বললেন...হয়তো তাই...আমরা কি আর কিছু জানি? কিন্তু দূরদর্শনের সুদুরদর্শী 'সং'বাদিকের কাছে আপনার এক একটি উক্তি মুসার কাছে পাঠানো ঈশ্বরের পবিত্রবানী আর ছাপাখানার মানুষগুলো? পত্রিকা খুললেই হাসি পায়...কিছু নাই বা বললাম হাজার হোক,তাদের কাছে আপনি মন্ত্রনাসভার সম্মানিত সভাসদ;আপনার বচন পিথাগোরাসের উপপাদ্য থেকেও অকাট্য দান্তের লিখা আরেকখানা মহামহিমকাব্য!! রাজার নীতির চতুরঙ্গ খেলায় ভালই চাল চালছেন, রঙ্গমঞ্চের চরিত্র আমজনতা আমরা সব্বাইকে তো ছাগল-ভেড়া বানিয়ে রেখেছেন! বেশী বেশী বলে ফে্লেছি?...নাহ,ভুল করিনি জানেন তো,আমাদের এই বাঙ্গালের মুলুকে বাঙ্গাল আর ছাগলের দাম সমান- কি বললেন?প্রমান চান?? লঞ্চডুবির গিফটপ্যাকেজ এটা আপনাদেরই তো দেওয়া, ছাগল,বাঙ্গালের ব্যাপক এক ইকুয়েশন! এবার আসুন হরতালের তাল-বেতালে মজার চক্র,তাই না...আজ আর কাল, গদি ধরেন-গদি ছাড়েন চক্র ঠিক থাকে, কেবল গদি হারালেই পুরো রাজপথটা লিজ নিয়ে নেন... আমরা তামাশা দেখি... হাসি... কাঁদি... (নাক চুলকাই,আঙ্গুল মটকাই...) কখনও আবার ক্ষেপে গেলে এমন করে চিল্লাই... নীতির মা-বাবা মারা গেছে... নীতিবাগীশ মসিওয়ালা সব ছুটছে নোটের পিছে... সবগুলো ব্যাটা সুতোয় বাঁধা পুতুল পকেট গরম হলেই বিবেক বেঁচে দেয়... (একবিংশ শতকের নয়া বুদ্ধিজীবি নীতিঃ "একাউন্ট যখন হচ্ছে গরম বেচে দিলাম লজ্জা শরম!") দেশ'প্রেম' নিয়ে দরাদরি লাগিয়েছেন আপনারা?বেশ... জানেননা বোধহয়, আজকাল প্রেমের বাজার অনেক সস্তা; টাকায় মিলে আড়াই মন!!! ভরে যায় ফুটো ঝুড়ি,ছিড়ে যায় চটের বস্তা... আর দেশপ্রেম? ওটা কিনতে হয়না, খুজে দেখুন ডাস্টবিন কিংবা ফুটপাতে; আক্রার বাজারে এক্কেবারে মাগনা! কানে তো তুলো গুজেছেন,কিছুই ঢুকবেনা; তাই বলে হাল ছারবো বলে ভাববেন না... হয়তো ৭১ দেখিনি,বঙ্গবন্ধুকে পাই নি তাই বলে মূর্খ নই যে যা বলবেন তাই বুঝে কল্লা নেড়ে যাব... যথেষ্ট খেয়েছি, মনে হয়না আর ঘোল খাব... আপনি নিজেকে হাটে নিয়ে নিলাম করে বেচে দিন, দেশ বেচবেননা; অধিকার বুঝেনতো? অধিকার আদায় চাই... দেনা-পাওনার সব হিসেব নেব পাই পাই... আপনি নীতির দায় তো ছেড়েছেন,ভাল... আমরা অধিকারের কোন দায় ছাড়ব না... ডান বুঝিনা,বাম বুঝিনা উত্তর-দক্ষিণ,ঈশান-নৈরুত কিচ্ছু বুঝতে চাইনা আমরা আমজনতা পাকস্থলী বুঝি বুঝি সার্বভৌমত্ব বুঝি ঘুমন্ত বিবেকের সম্ভ্রম... দেয়ালে পিঠ ঠেকে গেছে,প্রহসন আর কত দেখব? কতকাল বিবেক নামের কুম্ভকর্ণকে নরম বিছানায় ঘুম পাড়িয়ে রাখব? গোলটা একটু বেশীই হচ্ছে চারিদিকে রাজপথ থেকে সংসদে...ঘুম ভাঙ্গলো বলে... তাই আপনাকেই বলছি,দেশখ্যাত দেশপ্রেমিক ধরা কিন্তু খেতেই হবে,দেখে নিবেন ঠিক........ কবিতাটি প্রকাশিত হয়েছে সাস্টিয়ান টোকাই সমাজের ওয়েবসাইটেঃ http://sustiantokai.wordpress.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।