পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি কেউ অপরাধ করলে তার শাস্তি অনিবার্য, হয় এপারে নয় ওপারে। এ পর্যন্ত পড়া অনেকগুলো ব্লগ/ফেবু নোট থেকে যেটা জানলাম, সাঈদি সাহেবের বিচার প্রকিয়ায় যথেষ্ট পরিমানে গোজামিল ছিল। একটা বিচার প্রকিয়ার রেজাল্ট হওয়ার পরে এমন হওয়াটাই স্বাভাবিক। অস্বাভাবিক যেটা, সেটা হল, এটা কেমন বিচার, যে, সাক্ষী পলাইয়া যায়/গুম হয়, সো এমন সব নাটকের মঞ্চায়নকে বিচার বলা যায়না।
ব্লগার রাগিব হাসান একজন জ্ঞানী মানুষ।
তাকে ফলো করি, সামুতে এবং ফেবুতে। আমার আরো একজন অনুসারিত ব্লগার, কালা পাহাড় ২০০০। একদিন উনি রাগিব হাসানকে সম্মোধন করলেন, নব্য বুদ্ধিজীবি বলে। উনি যদিও রাগিব হাসানকে কটাক্ষ করে বলেছিলেন, বাট আমার ভাল লেগেছিল যে, কেউ ওনাকে বুদ্ধিজীবি বলল।
কাউকে ফলো করা মানে তার চামচামি করা নয়।
তার ভাল গুলোকে ভাল বলা, প্রশংসা করা, আর খারাপ গুলোকে পারলে শুধরে দেয়া, না পারলে এভোয়েড করা। সকল ক্ষেত্রেই এই টাইপের বন্ধুত্ব প্রয়োজন। চামচামি কারো কাম্য হতে পারেনা।
আমাদের চামচামি এখন ডিজিটাল পর্যায়ে চলে গেছে। আগে গ্রামে মোড়ল হাটত, আর পিছনে চামচা ছাতা মাথায় চামচামি করত।
এখন, পছন্দের দল আকাম কুকাম করে, আর চামচারা ব্লগে/ফেসবুকে চামচামি করে। এইটা দেশপ্রেম না, এইটা নেহাতই চামচামি।
লেখার কোনো মুড নাই। মনটা খারাপ, কার সাথে ঝগড়া করব? সবাই তো নিজের বিবেককে বিসর্জন দিয়ে দিয়েছে। গতকাল, কতগুলো মায়ের বুক খালি হইছে? কত গুলো ফ্যামিলিতে অন্ধকার নাইমা আসছে? কেনো সাধীন দেশে এই যুদ্ধ?
গতকাল আমার ফ্রেন্ড আমাকে সেম প্রশ্ন করছে।
আমার কাছে উত্তর নাই। আমি তো কইতে পারিনা, আমার ডিজিটাল বাংলাদেশের সবাই বিবেক বিবর্জিত, যারা ডিজিটাল চামচামি করে যৌন সুখ পায়। সবাই রাজনীতির সাথে যুক্ত। এ কেমন দেশ রে বাবা, সবাই রাজনীতি করে?
গতকাল যারা মারা গেছে, ওরা আমার ভাই। ওরা এই বাংলার মাটিতে বড় হইছে।
ওরা ফাকিস্তানে জন্মায়নাই। ওদের একটাই দোষ যে, ওরা ভিন্ন মতালম্বী।
বাঙ্গালী বীরের জাতি না। বাঙ্গালী মীরজাফরের জাত। রক্তে এদের মীরজাফরি ঢুইকা গেছে।
বীরের জাত হইলে, সব অন্যায়ের বিরুদ্ধে মাথাচারা দিত। অথচ আমার ডিজিটাল সৈনিকেরা, এক অন্যায়ের বিচার চাইতে হাজারটা অন্যায় করতে প্রস্তুত। জয় বাংলা।
হে খোদা, এদের জ্ঞান দাও। এদের চোখের সামনের টিনের চশমাটা সরিয়ে দাও।
দেশপ্রেম এদের অন্তরে দিয়া দাও। আর কিছু না দিলেও অন্তন এদের চামচামি করার অভ্যাসটা হটাইয়া দেও। আমীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।