আমাদের দেশে এক লাখ ষাট হাজার কোটি টাকার বাজেট হইছে আমি খুব খুশি । যাক আমরাও তাহলে উন্নত দেশের কাতারে । আমরাও এখন গর্ব করে বলতে পারব আমাদের পকেটে টাকা না থাকলেও আমাদের এক লাখ ষাট হাজার কোটি টাকার বাজেট আছে। আমরা এখন সবাই বড়লোক আমাদের কোন অভাব নাই এরকম আশা করতেই পারি।
খুব আনন্দ নিয়ে ঘুরে বেড়ান হইচই করুন আনন্দ করুন।
তবে ভুলেও ঢাবির হলের ডাইনিং এর দিকে যাবেন না। কি দরকার ওখানে যাওয়ার।
গেলে আপনার সব আনন্দ মাটি হওয়ার জোগার হবে। আপনার মনে হবে পার্সপোর্ট, ভিসা, প্লেন ছাড়াই আফ্রিকা মহাদেশে পৌছে গেছেন। না খাওয়ার দেশে।
তাই হলের ডাইনিং এর কথা ভুলে গিয়ে আসুন এক লাখ ষাট হাজার কোটি টাকার বাজেট এর চিন্তা করি এবং এর কত অংশ হারিয়ে যাবে (আমরা সবাই জানি কোথায় হারিয়ে যায়) না ভেবে, যতটুকু পাবো তাতেই যেন সন্তুষ্ট থাকি।
এর সাথে সাথে একটি নাটকে সবাই অংশগ্রহন করি............ নাটকটির নাম "চুপ!!!!একদম চুপ"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।