আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে Textile শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে PABNA TEXTILE ENGINEERING COLLEGE.

PABNA TEXTILE ENGINEERING COLLEGE বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যায়ের অধীনে। ঢাকা টেক্সটাইল বিশ্ববিদ্যায়ের অধীনে নেওয়ার ব্যাপারে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বি এস সি কার্যক্রম শুরু করে ২০০৬-২০০৭ শিক্ষা বছর থেকে। কোন session জট ছাড়াই অত্র প্রতিষ্ঠান থেকে প্রথম ব্যাচ বের হয়ে সফলতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। সবচেয়ে অবাক করা বিষয় হল প্রতিষ্ঠানটি এখন তার উন্নয়নের ধার অব্যাহত রেখেছে।

টেক্সটাইল শিক্ষা হল Practical মুলক শিক্ষা। অন্য প্রতিষ্ঠান থেকে এর ভিন্নতা এখানে। প্রতিষ্ঠানটি সৃষ্ঠির শুরু থেকে এ ব্যাপরে বিশেষ তৎপর। যার প্রমান এর আধুনিক ল্যাব। প্রতিষ্ঠানটিতে ল্যাবের সংখ্যা ৬টি, সেগুলো হলঃ- Yarn Manufacturing lab Fabric Manufacturing lab Wet Processing lab Garments Manufacturing lab Computer lab (central air conditioned ) Textile Testing & Quality control lab প্রতেকটি ল্যাব আধুনিক মেশিনারিজ দ্বার স্বয়ংসম্পূর্ণ এবং সুসজ্জিত।

সম্পূর্ণ রাজনীতি মুক্ত ক্যাম্পাস। ভর্তির যোগ্যতা এবং বিস্তারিত তথ্যের জন্য visit করুন www.ptec.com.bd ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.