বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ ক্যার্লিফোনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্লার্ক সি মুরকে প্রেম নিবেদন করে একটি চিঠি পাঠিয়েছিল কেউ একজন। কিন্ত চিঠিটি তার হাতে পৌছুতে পৌছুতে তিনি বুড়ো হয়ে গেলেন। ১৯৫৮ সালের ২০ ফেব্রুয়ারী প্রেমপত্রটি পোস্ট করা হয়েছিল। তার ঠিকানায় চিঠিটি অনেকটা অলৌকিকভাবে পৌছেছে ৫৩ বছর পর। অবাক কান্ড..হতভম্ব ডাক বিভাগও।
গত সপ্তাহে পেনসিলবানিয়ার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ক্রিস্টিনি কিনডল চিঠিটি পাওয়ার পর মুরের খোজে নামেন। তাকে খুজেঁ বের করেন। তার বয়স এখন ৭০। থাকেন ইন্ডিয়ানাপোলিসে। শেষপর্যন্ত চিঠিটি তার হাতে পৌছে দেয়া হয়।
হতবাক মুর চিঠিটি পেয়ে মুচকি হেসে বললেন, এও বি সম্ভব... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।