কাছিম চরিত্র ধারন করিয়াছি.......... চরম আলসেমী লাগে আজকাল। এই যেমন গোসলে যাবার জন্য রেডি হয়ে বসে আছি ঘন্টা দুই ধরে। একবার কারেন্ট গেল। ভাবলাম পরে যাই। কারেন্ট আসার পরে নেটে বসলাম, সামুতে ঢুকলাম।
সময় শেষ হয়ে যাচ্ছে। আধাঘন্টা পরে অফিসে ছুটতে হবে--আমার দ্বিতীয় অফিসে। প্রথম অপিসে অফ আজ। দ্বিতীয়টা অন একারনেই।
তার মানে ধানমন্ডি।
তাহার কাছে। ওফ। টার্য়াড। তের মাস ধরে তিনটা অপন্দের কাজ করে সময় পার করতে হচ্ছে। এক, সঙবাদপত্রের সাঙবাদিকের কাজ।
খুবই অপছন্দ। আলসে লাগে। অসহ্য লাগে। দ্বিতীয়টা গার্লফ্রেন্ড। চারবছর ধরে একসাথে আছি।
গত দুইবছর ধরে ওকে সহ্য করতে পারিনা। তারপারও আটকে আছি কেন জানিনা।
সঙবাদে কাজ করার একটা কারন টাকা। পকেট চালাতে করতেই হচ্ছে। পড়াশোনার অসহ্য চাপ্টারটাও শেষ করে ফেলছি প্রায়।
কিছু তো করতেই হবে।
আচ্ছা, তৃতীয় হচ্ছে পড়াশোনাটা। এই জিনিষের প্রতি ভালোবাসা কোন কালে ছিলোনা। হবেও না কোনদিন। আমি নিশ্চিত।
কি করতে পারলে ভালো লাগতো এটা খুজে বের করতে সময় দরকার। সময় বের করতে কি করতে হবে সেটা ভাবছি আপাতত। যাই আধঘন্টার একটা " চিন্তা-ঘুম" দিয়ে আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।