আমাদের কথা খুঁজে নিন

   

রক্তের ভেতর আটকে আছে

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

রক্তের ভেতর আটকে আছে শিরচ্ছেদ হৃদপিন্ড থেকে হাজার কানাগলি মেঠোপথ মাটির ঢেলার ছিটকে পড়া ঐশ্বরিক ঘুম আর খড়ের গাদার বিছানায় সাপ দম্পতির গলিত নির্যাস... এইসব গান একতারায় পেরোতে হয় এইসব সুর পান করতে হয় বলে শিরচ্ছেদ আটকে আছে গলার কাছে তাই সাদাকালো পাতার খামে সূর্যদেবতা নিমন্ত্রিত হলেন শ্বেতকণিকার বাগান বাড়িতে-দিন কয়েক... তিনি আসলেন পৃথিবী অন্ধকার হলো শহরের প্রতারকের দল ঝিমিয়ে গেলে সাপের নির্যাস পানে উলঙ্গ মাতাল ঘুমিয়ে পড়ে ইদুরের খোপে আর লোহিতকণিকায় মায়ান সভ্যতা ফিরে এলো দীর্ঘ ভোজালি কাঁধে শিরচ্ছেদ উৎসবে তারপর থেকে অনন্তকাল ধরে রক্তের ভেতর আটকে আছে সূর্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.