আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা যদি সুদ হালাল করতে পারেন তবে আমিও মদ হালাল করতে পারি। পারলে যুক্তি দিয়ে ঠেকান

কি লেখি না লেখি... ভেবে পাই না কূল। সেদিন একটা ইসলামিক শো দেখছিলাম দিগন্ত টিভি-তে। এক লোক টেলিফোনে প্রশ্ন করলো সুদ তো ইসলামে হারাম, তাহলে আমরা কি ইসলামিক ব্যাংকিং কে জায়েজ বলতে পারি? উত্তরদাতা একটু নড়েচড়ে বসলেন। বললেন, ইসলামিক ব্যাংকিং-এ কোন সমস্যা নাই, নিশ্চিন্তে থাকেন। তখনই খেয়াল করলাম প্রোগ্রামটার স্পন্সর ইসলামি ব্যাংক বাংলাদেশ।

টেবিলের উপর ব্যাংকের নাম লেখা মাগ-ও রাখা ছিল। আমরা টাকার কাঙ্গাল। স্পন্সর করলো আর হারাম হয়ে গেল হালাল। ইসলামি ব্যাংকিংয়ের নামে ধাপ্পাবাজি চলছে, চলবে। আমি বিজনেস-এর ছাত্র, ভালো করেই জানি ইসলামি ব্যাংকিং বলতে আলাদা কিছু নাই।

আর যদি ইসলামি শরিয়া বা অন্য কিছুর কথা বলেন কোথাও "ইসলামি ব্যাংকিং" নামে কিছু পাওয়া যাবে না। হারাম সব সময়-ই হারাম। অনেকে আবার সুদকে হালাল-ও বলেন। উনাদের মতে কোরআনে যে সুদের কথা বলা হয়েছে এখন আর সেই ব্যবস্থা নাই। এখনকার সুদ ভিন্ন এবং এটা হালাল।

আমি বলি, পবিত্র কোরআনে কি বলা হয়েছে সেই সুদ হারাম আর এই সুদ হালাল? না। এক কথায় সুদ জিনিসটা হারাম করা হয়েছে। আর আপনারা যদি সুদ হালাল করতে পারেন তবে আমিও মদ হালাল করতে পারি। দেখতে চান? প্রথমে জানতে হবে মদ হারাম করার কারন। মদ্যপান আমাদের মাতাল করে দেয়।

মাতাল লোক অনেক খারাপ কাজ-ই তো করতে পারে। মারামারি, ডাকাতি, রাহাজানিসহ আরোও অনেক কিছু। আর মাতালের নামাজ রোজার কথাও মনে থাকে না। তাই মদ্যপান হারাম। আমি জানি ২প্যাগ মদ খেলে আমি মাতাল হই না।

আর মাতাল না হলে ওই ২প্যাগ আমার জন্য হালাল তাই না? এই প্রশ্নের কোন উত্তর নাই কারন এই যুক্তি খন্ডানো সম্ভব না। আল্লাহ-ও জানেন যে মানুষ এইরকম যুক্তি দাড় করাবে তাই উনি স্পস্ট বলে দিয়েছেন, মদ্যপান হারাম। ব্যাস, কি কারনে হারাম, কেন হারাম এইসব নিয়ে তর্ক করার কোন চান্স তিনি রাখেন নাই। ঠিক তেমনি সুদ-ও হারাম করা হয়েছে। তাই আসেন আমরা সুদ থেকে যতটা সম্ভব দূরে থাকি।

ব্যংকে টাকা ফিক্স ডিপোজিট না করি এবং ব্যাংকে চাকরি না করি। কারন আল্লাহ যেমন মদ কেনা, বেচা, বহনকরা সহ মদ সংশ্লিস্ট সবকিছু হারাম করেছেন ঠিক তেমনি সুদ নেয়া, সুদ দেয়া এবং সুদ লেন-দেনের হিসাব রাখাকেও হারাম করেছেন এবং ব্যাংকাররা সুদ লেন-দেনের হিসাব-ই রাখেন। তাই ব্যাংকে চাকরি করবেন না। জানি এইগুলা পড়ে আমাকে গালাগালি করছেন অনেকে। বলছেন, আসছে আরেক পাকনা।

আমার জন্য এইসব নতুন না। এইসব শুনে অভ্যাস হয়ে গেছে। আপনাদের মতামত শুনতে আগ্রহি সাথে যদি কোন পালটা যুক্তি থাকে তা-ও। মানুষ মাত্রই ভুল, আমার জানাতে-ও ভুল থাকতে পারে। আল্লাহ সর্বজ্ঞ্যানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.