এভাবেই চলুক
তাকে ভোলা সম্ভব ছিলো না আমার জেনেবুঝেই
মেতেছিলাম মনরক্ষার ঢেঁকি গেলার খেলায় কিংবা জড়িয়েছিলাম কৌতুহলের মই বাইবার নেশায়
তাই “কিছুতে কিছু এসে যায়না, দয়া মায়া প্রেম ভালোবাসা, করুণা আমাদের থাকতে নেই” এ ধারার ধারাবাহিক কথাবার্তায় মোহিত হয়ে প্রেমে পড়ার সুযোগ দিইনি নিজেকে। চেয়েছিলাম,
যেমনভাবে তিনি চেয়েছিলেন তেমনভাবে কিনা জানিনা,
পরিবর্তন।
বেঁচে থাকলে বছর সাতেক পর পুকুর পাড়ে গাছের তলায় দেখা হবে এই
আশায় মুঠোফোনের নিয়মিত ডাকগুলোয় সাড়া দিইনি কোনোদিন; দিয়েছিলাম, যে স্বরগুলোর
ডাকে সাড়া দিয়ে চলেছেন তিনি অবিরাম, তাদেরই স্বরগুলো একবার শোনার আকাঙ্খায়।
“আমি অবিনশ্বর, বিনাশ নেই আমার” - বলেছিলেন
“বলবেন না”- বলেছিলেন।
বলিনিতো
বলেছি?
“মাতাহারি তুমি, দ্বৈত গুপ্তচর”, বলেছেন তিনি
“নোংরা খেলায় পারদর্শী অভিনেতা”, বলেছেন তিনি
শুনেছি আমি, যেমন শুনে যাওয়াই আমার কাজ বহুদিন ধরে
আপনি,
সাময়িক আর স্তায়ীত্বের পার্থক্য নির্ণয়ে চির অক্ষম এই আমাকে বলেছেন “স্থায়ী ক্ষতি থেকে বাঁচাতে
সাময়িক বিশ্রী ক্ষতি করে ফেললাম আপনার।আমার
গুপ্তচর হবার অপবাদ সইতে হল আপনাকে”।
আমি
অবিনাশী গান বিরতীহীন বেজে চলার বাদ্যযন্ত্র যোগাড়ে সীমাবদ্ধতার ভিতরেই ফাঁকি দিই না একটুও।
রত্নাকরের চিরস্থায়ী সততার চিরস্থায়ী বন্দোবস্তে স্বাক্ষর দিতে দক্ষিণ হস্ত এবার অগ্নি সংযোগের অপেক্ষায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।