শেকড়ের কাছে যাচ্ছি অনেকদিন পর। কেন জানি না খুব নষ্টালজিক লাগছে। কতকিছুই যে খেতে ইচ্ছে করেছে এই রমজানে। আম্মাকে ফোন করতাম...তারঁ সেই একই কথা...ঈদে বাড়ী আয়, খাওয়াবো...ছোট বোনটার কাছে শুনেছি আম্মা নাকি ৩/৪ দিন হলো আমার জন্য রান্না শুরু করে দিয়েছে...। এত মমতা রাখবার জায়গা কি আছে আমার অন্তরে !
কতদিন পর পুরোনো বন্ধুদের সাথে দেখা হবে !
কতদিন পর পুকুরে গোসল করবো !
কতদিন পর খালি পায়ে হাটবো !
কতদিন পর পেটপুরে খাবো !
কতদিন পর জোসনা দেখবো পুকুরপাড়ে বসে !
কতদিন পর হাটে গিয়ে বড় মাছ কিনবো !
নাহ্ বলে শেষ হবে না...
আপনারা যারা ঢাকায় ঈদ করেন...আমার তো মনে হয়...সত্যিকারের ঈদের আনন্দ আপনারা পান না...
এনিওয়ে...আজ বাড়ী যাচ্ছি...ফিরে এসে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।