আমার দেশের মানুষ কি শুধু কষ্ট পেতেই জন্মেছে ? কেন বার বার এমন দুর্যোগ আমার দেশের মানুষে ওপর নেমে আসে ? হে খোদা, তুমি কি কিছুই দেখো না ? তুমি কি হতভাগা গার্মেন্টস কর্মীদের বাঁচাতে পারতে না ? কী ভয়াবহ দুর্ঘটনার শিকারই না হয়েছে আমার হতভাগা ভাই-বোনেরা..... । টিভি পর্দায় যখন দুর্ঘটানাগ্রস্ত মানুষ গুলোকে দেখি দুঃখে কষ্টে বুকটা ভারি হয়ে ওঠে । যেই ভাবে উদ্ধারকারীরা নিজের জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে তা দেখে অন্তর থেকে উদ্ধারকারীদের জন্য দোয়া বেরিয়ে আসে । উদ্ধারকারীরা মানুষ না তাঁরা ফেরেস্তা । এই স্বেচ্ছা সেবক উদ্ধার কারীদের জাতি যেন মুক্তযোদ্ধাদের পরেই স্থান দেয় ।
এই গার্মেন্টস মালিকরা যেই শ্রমিকদের পরিশ্রমের মাধ্যমে টাকার পাহাড় গড়ে তুলছে সেই শ্রমিকদের তাঁরা কৃতদাস মনে করেন । কৃতদাসের মতো শ্রমিকদের সাথে আচরণ করা হয় । মালিকরা সকল শ্রমিককে চোর মনে করে ফ্যাক্টরীর গেটে তালা লাগিয়ে রাখেন । মালিকরা মনে করেন শ্রমিকরা ফ্যাক্টরীর সব কিছু চুরি করে নিয়ে চলে যাবে । আমি দোষী মালিকদের কঠোরতম শাস্তি দাবি করছি ।
পাশাপাশি রানা প্লাজার মালিকসহ বিল্ডিংটির নির্মাতা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদেরও শাস্তি দাবি করছি ।
সরকারের একটি বিশেষজ্ঞ টিম থাকা উচিৎ যেই টিম দেশের সকল উঁছু কারখানা ভবন গুলোকে বিশেষ নজরদারিতে রাখবে । এই ধরণের দুর্ঘটা যাতে না ঘটে তার জন্য সরকার ও জনগনের সর্বদা সজাগ থাকা উচিৎ । উদ্ধার কাজে সকল মতের জনগণ যেই ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।