আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি সম্ভাব্য মিরসরাই থেকে কিছু নিষ্পাপের প্রাণরক্ষা

---- পূর্বানুমতি ছাড়া এ ব্লগের কোন লেখা সম্পূর্ণ অথবা আংশিক কপি, এডিট করে কপি , পূনর্মুদ্রণ নিষিদ্ধ ---- বরাবরের মত আজ সকালে অফিসে যাচ্ছিলাম । শাহবাগের মোড়ে এসে দেখলাম একটি পিকআপ ভ্যানে বেশকিছু স্কুলের বাচ্চা ফুটবলের জার্সি গায়ে । দেখে বুকটা আঁতকে উঠল। কয়েকদিন আগেই ঘটে যাওয়া মিরসরাই এর রেশ এখনও কাটে নি। এরই মাঝে খোদ রাজধানীর বুকে এ ঘটনা আমাকে মনে করিয়ে দিল আসলে আমাদের বিবেক বলে কি কিছু আছে ? সিদ্ধান্ত নিলাম যে গাড়ি টিকে ফলো করব।

গাড়িটির পিছু আসতে আসতে বাংলামোটর মোড় ক্রস করে এখন সোনারগাঁও সিগনালে আছি। পিকআপ আর আমার মাঝখানে আরেকটি গাড়ি। খেয়াল করলাম , আশে পাশে এত গাড়ি, বাস, কারও মধ্যে কোন মাথাব্যথা নেই। এমন একটি ব্যস্ত রাস্তায় এভাবে বাচ্চাদের গরু ছাগলের মত নিয়ে যাচ্ছে !! দেখতে দেখতে কোথা থেকে যেন একজন ফটোগ্রাফার এসে ফটো তুলা শুরু করলেন। আর বাচ্চারাও পোজ দিল।

এরপর সিগনাল ছেড়ে দেয়ার পর আমি কোনরকমে পিকআপটার পাশে গিয়ে বললাম, “ ভাই , এভাবে বাচ্চাদের নেয়া কি ঠিক হচ্ছে ?” উত্তর এল , “ তো কিভাবে নিব ?” মাথায় বাজ পড়ল। সিদ্ধান্ত নিলাম এই পিকআপকে থামাতেই হবে। কারওয়ান বাজারের কাছে আসতেই দেখলাম পুলিশের একটা গাড়ি, তাতে উঁকি মেরে দেখলাম মোটামুটি উচ্চপদস্থ কর্মকর্তা বসা। গাড়ি এগুতে শুরু করেছে, কিন্তু ভাবলাম এ সুযোগ মিস করা যাবে না। জানালা খুলে ডাকতেই ঐ কর্মকর্তা আমার দিকে থতমত খেয়ে তাকালেন।

ব্যাপারটা ওনাকে খুলে বললাম। তারপর উনি উনার গাড়ি থেকে নামলেন। ঘাড় ফিরিয়ে দেখি আমার গাড়ির দুই গাড়ি পিছনে সেই পিকআপটি। উনি হাতে ইশারা করতেই ড্রাইভার গাড়ি সাইড করল। এবার পিকআপ থেকে স্কুলের টিচার টাইপ দু-চারজন নেমে কথা বলা শুরু করল আমার আর পুলিশ কর্মকর্তার সাথে।

সাথে দিতে থাকল তাদের সব খোঁড়া অজুহাত। পরে তারা নতি স্বীকার করল এবং বাচ্চাদের নামাতে থাকল পিকআপ থেকে । পুলিশ কর্মকর্তা গাড়িটিকে ফার্মগেটে নিয়ে আসতে বলতেই ড্রাইভারের করুণ মিনতি শুরু হল । পরে অবশ্য তাকে ছেড়ে দেই। বাচ্চারা নামার পর পুলিশ কর্মকর্তা তার গাড়িতে উঠে চলে যান।

তখন স্কুলের লোকজন আমাকে জিজ্ঞেস করল আমি কে। আমার সহজাত উত্তর , “এদেশের সাধারণ একজন মানুষ”। তারপর তারা নানা কাহিনী শুরু করল যে তারা যাতায়াত ভাতা পায় না, এখন তারা খেলা মিস করে ফেলবে, এই না , সেই না। পরে আমি তাদের গন্তব্যস্থল মিরপুরের একটা বাস থামিয়ে তাদের বাসে তুলে দেই। এরপর নিজের গাড়িতে উঠে একটা কথা মনে হচ্ছিল, এই পিকআপ টা কোতয়ালী থানা এলাকার কোন এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে মিরপুর যাচ্ছিল।

আমি এটাকে আটকাই কারওয়ান বাজারে। পথিমধ্যে কত মানুষ এটা দেখল, কেউ কেন প্রতিহত করল না ? তাহলে কি সত্যিই আমরা অমানুষ হয়ে যাচ্ছি ??  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।