আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি কৌতুক

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

বাঘ ও ইদুর বনের রাজা বাঘ একবার ঠিক করল যে, বিয়ে করবে। রাজার আশেপাশে সারাক্ষন নানা রকম মোসাহেব জন্তু-জানোয়ার ঘোরাঘুরি করে । রাজা একদিন তাদের বললেন, "এই শোন আমি বিয়ে করব ঠিক করেছি, আমার জন্য মেয়ে দেখিশ। " এই কথা শোনার পর আর কেউ বাঘের কাছেই ভিড়ে না। সবাই মনে মনে ভাবে, কোন মেয়ে দেখে রাজার রোষের শিকার হয়ে আবার তার পেটে চালান হয়ে যাই, দরকার নাই।

এভাবে কয়েক মাস কেটে গেল । বাঘ রাজা তো হতবাক, একি অবস্থা, আমার আশপাশেই তো কেউ ভেড়ে না! ছয় মাস পর এক ইদুর এল। বাঘ হুংকার দিয়ে উঠল, : এই থাম। ইদুর বলে, : জ্বী হুজুর। : তুই শুনেছিস, যে আমি বিয়ে করব বলে মনস্হির করেছি? :জ্বী হুজুর শুনেছি।

: তা আমার কাছে কেউ আসেনা কেন? : হুজুর তারা আপনাকে খুব ভালোবাসে তাই। : ভালোবাসে বলে কাছে আসবে না এটা কেমন কথা? এরপর ইদুরের দিকে তাকিয়ে বাঘ বলে, : তুই বিয়ে করেছিস? ইদুর বলে, : জ্বী হুজুর, বিয়ে করেছি। বাঘ আফসোস করে বলে, : তুই একটা ইদুর, তুই বিয়ে করে ঘর-সংসার করছিস, আর আমি বাঘ হয়ে বিয়ে করতে পারবনা, এটা কেমন কথা! ইদুর বলে, : হুজুর আমি আসলে আগে বাঘই ছিলাম, বিয়ের পরে ইদুর হয়ে গিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।