আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি জলকন্ঠস্বর

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

আরেকটি জলকন্ঠস্বর -আবু মকসুদ আমিও নির্বাণ প্রার্থনা করি। পৃথিবীর প্রতিটি দিন পাখিদের, ঘাসেদের, মানুষের জন্য নিরাময় হোক। মানুষের পাশে থাকে বিষধর সাপ এবং ছোবল হানে, শিল্পের ভণিতায় ঢালে তীব্রতম বিষ। রাক্ষসীবেলায় কসাইয়ের ছুরির ঘায়ে মানুষের রক্ত ঝরে, আঁধার জোয়ারে হাঁটা খোলস বদলানো সাপেরা ভব্যতার আড়ালে আনতে চায় প্রেতিনীর রাত। রাজসাক্ষী হয়ে জ্যোৎস্নারাতের রেকাবিতে আমরা জমা করি কিছু সজল জোনাকি। ভোরের শিশিরে ভেজা কয়েকগুচ্ছ রজনীগন্ধা ছড়িয়ে দেই তাদের পথে, অধ্যায়ের পর অধ্যায় পাড়ি দিয়ে যারা খুঁজতে যায় জিয়নকাঠি। অপেক্ষার শ্যামলী নদী পাড়ে তাদের অবস্থান স্থির হলে ছোট একখানা নৌকা ভাসিয়ে আমরা গাই মৃত্তিকায় মিশে যাবার গান। জলের সন্নিধানে বসে ভাবি শুনবো আরেক জলকন্ঠস্বর, আমাদের অপেক্ষার প্রহর শেষে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে কোন এক তরুণ সাহস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।