আমাদের কথা খুঁজে নিন

   

এইবারে কি করবেন উনারা?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

রাগটাগ খাটে না সব সময়ে। আইন-কানুন সব সময়ে রাগের কাছে, গোঁ-ধরার কাছে মাথা নত করে না। তাই তো আমাদের নেত্রীদের অনেক সময়ে মুখের কথা ঢোঁক গিলে খেয়ে ফেলতে হয়। শেখ হাসিনা ওয়াজেদকে তেমন অনেক ঢোঁক গিলতে হয়েছে, বহুবার।

এইবারে মিসেস জিয়ার পালা এসেছে। আমরা অপেক্ষায় আছি, মজা দেখব এইবারে। বিম্পি কেম্নে সংসদে ফিরে, আর সে জন্যে কি কি বাহানা দেয়। এর পরে তো আবার সংসদ থেইক্যা বারাইতে হইবো, দেখি না কি বাহানা দিয়া বাইর হয়। তবে এইটা ঠিক, দুই নেত্রীকে বাদ দেওয়ার সময় মনে হয় এসে গেছে।

বিকল্প কোন নেতা আমাদের এখন দরকার খুব বেশী। এরশাদ বা বামপন্থীরা সবার কাছে গ্রহনযোগ্য হবেন না। না জয়, না তারেক, না পুতুল, না কোকো -- এদের কাউকেই আমরা চাই না। এইবারে আমরা যা চাই, তা হল সত্যিকারের পরিবর্তন। বারেক মামার মত বলতে চাই, "Change We Can Believe in" আর "YES, We Can".


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.