আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ধুতি পরি না, উনারা পরেন!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মূল খবর Click This Link ভারত আমাদের ১০০ কোটি টাকা ঋণ দিয়েছিল, মনে আছে নাকি আপনাদের? মনে না থাকেল ভুলে যান -- মানে এই পোস্ট থেকে বের হয়ে যান, আর যদি মনে থাকলে নীচে দিকে পড়তে থাকেন। আমাদের ঐতিহ্যগত পোষাক হল লুঙ্গি, আর হিন্দুদের ধুতি। আমরা তাই ধুতি পরি, আর উনারা পরেন ধুতি। দেশ ভাগের পরে ধুতি ঐপারে চলে গেছে, রয়ে গেছে খালি লুঙ্গি।

এক কালে আমাদের দেশের সম্ভ্রান্ত লোকেরা ধুতি পরতেন। এখন হিন্দুরাও তেমন একটা ধুতি পরেন না, পূজার সময় ছাড়া। তা ছাড়া পায়জামা-পাঞ্জাবি তো উভয় ধর্মেই চলে। লুঙ্গির একটা সমস্যা হৈল এর তলে কুনু গ্যারাজ নাই, এক্কেরে ফাঁকা। ঐ দিক দিয়া যা খুশি ভৈরা দেওন যায়।

এইবারে আমাদের লুঙ্গির ঐ ফাঁক দিয়া ভারত ঢুকাইয়া দিসে বাঁশ! মনো নাই, ২০১০ সালের ১১ জানুয়ারি দিল্লি বেড়াইতে গিয়া আমাদের হাসিনা বিবির মন এমনুই মোহিত হৈসিল যে, আগ-পিছ না ভাইব্বাই ৫০ দফা যৌথ ঘোষণা চূড়ান্ত কৈরা ফালায়। তহন ভারত কৈসিল যে হেরা বাংলাদেশকে ১০০ কোটি ডলার দিবো। হাসিনা বিবি দিল্লি বাড়ানি শ্যাষ কৈরা আইসা সংবাদ সম্মেলনে বলেছিলেন, "জয়ী হামি আইজ"। তহন গা আমরা জানতে পারলুম যে, ভারতে ধুতি পরা দাদারা নাকি আমাগো ১০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিসে। উনি কৈসিলেন যে উনি বেড়াইয়া আস্লেও এই যে টাকাটা "ফাও ফাও" পাইসেন, এইডা উনার সবচেয়ে বড় অর্জন।

অথচ এখন পর্যন্ত কোনো টাকা পায়নি বাংলাদেশ। ভারত বেড়াইতে গিয়া ধুতিপরা দাদাদের দীর্ঘ ৪ দশকের বিভিন্ন আবদার এক লহমায় পূরণ করেন হাসিনা বিবি। ওই সফরে সই হয় সন্ত্রাস দমন এবং মাদক চোরাচালান রোধ সংক্রান্ত ৩টি চুক্তি। বেড়াইতে গিয়া চুপচাপে করিডোর দিসেন, ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ফি মওকুফ কৈরা দিসেন, বন্দর ব্যবহারের অনুমতি দিসেন, ট্রানজিট কার্যকরের জন্য বাংলাদেশি নৌবন্দরকে পোর্ট অব কল ঘোষণার পেপার না-পৈড়া সই কৈরা দিসেন, যৌথ সীমান্ত ব্যবস্থাপনাসহ সব কিছুই ধুতিপরা দাদাদের মর্জির উপ্রে ছাইড়া দিসেন। আর ঐ দিকে একশ’ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার মুলাডা দেখাইয়া সব সুবিধা লুইট্টা নেয় ভারত।

এর দুই বছর পেরিয়ে গেলেও বা হৈসে কোন প্রজেক্টের কাম, না কুনু ট্যাকা আসছে দেশে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.