আমাদের কথা খুঁজে নিন

   

এবার উনারা কি করবেন ?



বি এন পি-র নির্বাচনী ইশতেহারে উল্লেখ আছে যে ৩০ দিন সংসদে হাজিরায় অনুপস্থিত থাকলে সাংসদ তার পদ আপনাআপনিই হারাবেন। এখন যে বি এন পি-ই ৩০ দিন সংসদ থেকে অনুপস্থিত থাকলো, তার কি হবে বা হওয়া উচিত ? এমনি করে জনগণের ভোটকে চরমভাবে অবজ্ঞা করে সংসদে অনুপস্থিত থেকেও সব ধরণের সুযোগ সুবিধা ভোগ করবেন, এটা ত চোরদের বেলায় সাজে। তবে বি এন পি-র সবাই-ই কি চোর ? আর এই চোরদেরকেই আমরা ভোট দিয়েছিলাম ? ধরে নিলাম সরকার তাদেরকে সংসদে যাওয়ার মত সুযোগ করে দিচ্ছে না। কিন্তু তাই বলে ধারাবাহিকভাবে সংসদে হাজিরা থেকে সরকারী দলকে এককভাবে বল খেলার সুযোগ করে দেবেন, সেজন্য ত আমরা তাদেরকে ভোট দেই নি ? সংসদে গিয়ে যদি তারা তাদের দাবী-দাওয়া পেশ করতেন আর সরকারী দল তাদের দাবী দাওয়া ক্রমশই এড়িয়ে চলতো, তাহলে ত দেশবাসীই সিদ্ধান্ত নিত কাকে সমর্থন করবে বা না করবে ? তাদের এই গরহাজিরা আর তার সাথে সকল সুযোগ-সুবিধা ভোগ এগুলি তক তাদের ক্রমশই জনবিচ্ছিন্ন করে তুলছে না ? তবে বি এন পি যদি সেটার কেয়ার না করে আর ভাবে যদি অন্য কোন পথে ক্ষমতা দখলের (সেটা তারা করতেই পারে যেমনটি তাদের দল-প্রতিষ্ঠাতা করেছিলেন) চিন্তা করে, সেটা স্বতন্ত্র তবে মনে হয় জনগণ পূর্বের তুলনায় ঢেড় ঢেড় বেশী সজাগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.