যখনই তুমি চেনালে ফুল পৃথিবীর দিগন্ত প্রসারিত হতে থাকলো প্রসারিত দিগন্ত ছুঁয়ে দেখার প্রবল বাসনায় ভালোবাসার সমুদ্রে ডুঁবে হলাম আকুল। হৃদয় আজ বৃক্ষের মতো দোলে প্ত্রপল্লবের মোলায়েম সাড়া তুলে আনে সুরভি সকল বনবৃক্ষের নিগূঢ় বন্ধনে তুমি আসো আমি আসি উত্তাল ঢেউ তুলে। কে রাখে বন্ধনে আকর্ষণে শপথে শক্তি তার প্রতি শুকরিয়া তার ভালোবাসা থেকে নেই ভালোবাসা অফুরন্ত রৌদ্রদগ্ধ শান্ত বিকাল আমাদের বাড়ে দৃঢতা ভক্তি। যখনই তুমি চেনালে সৌরভ সাদামেঘ নীল আকাশ জড়ো হলো উত্তাপে সমুদ্রের বুকে সে তো আরেক হৃদয় ছড়ালো আত্মহারা পাখির মতো গৌরব। ১৪.০৭.২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।