আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের শীর্ষ ব্যবসায়ী ফোরামের দেউলিয়াপনা

গতকাল (১৪ জুলাই, ২০১১) একটি আলোচনা অনুষ্ঠান কাভার করতে গেলাম। মালদ্বীপের একজন প্রতিমন্ত্রী এবং ওই দেশের হিথাধু নৌবন্দরের চেয়ারম্যান বাংলাদশে সফরে এসেছেন। তাঁর সফর উপলক্ষ্যে আলোচনা সভাটির আয়োজন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ ফোরাম এফবিসিসিআই। তো আলোচনা সভার শুরুতেই আয়োজক সংগঠনের পক্ষ থেকে এক ব্যক্তি সম্মানিত অতিথির বিস্তারিত প্রোফাইল পড়ে শুনালেন। সবাই চুপচাপ শুনলেন।

এরপর স্বাগত বক্তব্য দিলেন আযোজন সংগঠনের প্রেসিডেন্ট। তারপর সম্মানিত অতিথি যখন বক্তব্য দিলেন তখন তিনি জানালেন যেই আব্দুল্লা শহীদের পরিচয় দেয়া হয়েছে তিনি সেই আব্দুল্লা শহীদ নন। এবার তিনি তাঁর পরিচয় নিজেই দিলেন। এবং সবাইকে জানালেন যার পরিচয় দেয়া হয়েছে তিনি তাঁর বন্ধু। এক সঙ্গেই রাজনীতি করেন।

তিনি হচ্ছেন মালদ্বীপের বর্তমান সংসদের স্পীকার। দু'জনের নামই আব্দুল্লা শহীদ। সব উপস্থিতি একত্রে হেসে উঠলো। হাসির পাত্র হলো এফবিসিসিআই। পরে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এই বলে ক্ষমা চাওয়া হলো যে--তাঁরা ইন্টারনেটে সার্চ দিয়ে আব্দুল্লা শহীদের প্রোফাইল জোগাড় করেছেন এবং সেটাই পড়ে শুনিয়েছেন।

দ্যাখো দেখি কাণ্ডখান!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.