তোমাকে ছাড়া বাচতে পারবো না..... বরিশাল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সেই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে বাজারজাত করেছে বখাটেরা।
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পূর্ব চরআইচা গ্রামে সোমবার বিকেলে স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয় বলে এলাকাবাসী ও ছাত্রীটি জানান।
দরিদ্র স্কুলছাত্রীটি আইনী সহায়তা নিতে বরিশাল মহিলা পরিষদে এসেছেন বৃহস্পতিবার রাতে।
স্কুলছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
তার বাবা তাকে ও তার মাকে ফেলে রেখে চলে গেলে কয়েক মাস আগে শায়েস্তাবাদ ইউপির দক্ষিণ চরআইচা গ্রামে নানা বাড়িতে এসে ওঠেন তারা।
সোমবার দুপুরে তিনি নানা বাড়ির পাশে খালে গোসল করতে যান।
এ সময় পাশের বাড়ির শাহজাহান হাওলাদারের মেয়ে মরিয়ম তাকে ডেকে ঘরে নেয় জানিয়ে ছাত্রীটি বলেন, ওই ঘরে আগে থেকে থাকা জসিম ও অনিক তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে জানান ছাত্রীটি।
জসিম পূর্ব চরআইচা গ্রামের মৃত আমজেদ হাওলাদারের এবং অনিক একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে জাফর ফকিরের ছেলে রানা।
ওই ছাত্রী জানান, ধর্ষণ শেষে মরিয়ম তাকে নানা বাড়ি পৌঁছে দিয়ে বলে, এই ঘটনা প্রকাশ করলে জসিম, অনিক ও রানা মা এবং মেয়েকে মেরে ফেলবে।
ধর্ষণের ভিডিও চিত্র বখাটেরা বাজারে ছেড়ে দেয়। তখন বিষয়টি প্রকাশ হলে স্থানীয় কয়েক ব্যক্তির সহায়তায় ছাত্রীটিকে মহিলা পরিষদে আনা হয়।
মহিলা পরিষদের আইনি সহায়তা সম্পাদিকা প্রতিমা সরকার বলেন, স্কুলছাত্রীকে সব ধরনের আইনী সহায়তা দেওয়া হবে।
এই ঘটনায় শুক্রবার কাউনিয়া থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি।
অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বখাটেদের গ্রেপ্তারে পুলিশের একটি দল শায়েস্তাবাদে অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০০ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।