রোববার রাতে সার্কিট হাউজের সামনে এ হামলায় আহত মাইনুল ইসলাম হেলালকে (৩৮) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হেলাল বরিশাল ক্লাবের সুপারভাইজার এবং নিউ সার্কুলার রোডের রুস্তম আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদ বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, রাত ৮টার দিকে সার্কিট হাউজের সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী হেলালকে আটক করে।
এ সময় প্রাণভয়ে তিনি পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন।
সন্ত্রাসীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে কোপায়।
এতে তার বাম হাতের কবজি এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।
পরে তিনি নিজেই রিকশাযোগে হাসপাতালে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, জমি নিয়ে বিরোধ কিংবা রাজনৈতিক কারণে এ হামলা হয়ে থাকতে পারে।
এ হামলায় মিঠু নামে একজনের জড়িত থাকার কথা জানিয়েছেন হেলাল। তবে, তাকে এখনো সনাক্ত করা যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।