আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুননিসায় পরিমল ইস্যুটা মোটেও রাজনৈতিক ইস্যু না। আবার সাম্প্রদায়িক ইস্যুও না। কিন্তু কতিপয় ব্লগার এটাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক করার অপচেষ্টায় লিপ্ত।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে। এই ধরণের একটা টাইটেল দিয়ে পোস্ট দেওয়ার জন্য আমি স্যরি বলছি। কিন্তু গত কয়েকদিন ধরে কয়েকজন সুশীল ব্লগারের মন্তব্য দেখে পোস্ট না করে পারলাম না। ভিকারুননিসায় পরিমল ইস্যুটা মোটেও রাজনৈতিক ইস্যু না। আবার সাম্প্রদায়িক ইস্যুও না।

কিন্তু কতিপয় ব্লগার এটাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক করার অপচেষ্টায় লিপ্ত। গতকালকের ঘটনার পর স্পষ্টত এটার দায় সরকারের উপর বর্তাবে। কারন গভর্ণিং বডি স্কুলের ছাত্রী ও অভিভাবকদের আন্দোলনের মুখে অধ্যক্ষ হোসনে আরাকে পদত্যাগ করে আম্বিয়া খাতুনকে নতুন অধ্যক্ষ হিসাবে ঘোষণা করে। স্কুলের ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দনে আম্বিয়া খাতুন যোগও দিয়েছিলো। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি সরকার গভর্ণিং বডিকে বাদ দিয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মিডিয়াতে বলেছে হোসনে আরাই অধ্যক্ষ। সুতরাং কি দাড়াঁলো ব্যাপারটা? গভর্ণিং বডি স্কুলের ছাত্রী ও অভিভাবকদের আন্দোলনের মুখে অধ্যক্ষ হোসনে আরাকে বাদ দিসে। সরকার গভর্ণিং বডিকে বাদ দিয়ে হোসনে আরাকে পুনর্বহাল করেছে। সুতরাং সরকার তথা আওয়ামীলীগ কিভাবে এর দায় এড়াবে? কিন্তু কতিপয় সুশীল বিএনপি কেনো চুপ? বিএনপি কেনো স্কুলের ছাত্রী ও অভিভাবকদের সাথে আন্দোলন করছেনা এ নিয়ে ব্লগ কাঁপাচ্ছে। কিন্তু গতকাল খালেদা জিয়া গণঅনশনে লক্ষ্ জনতার সামনে বলেছেন, ভিকারুননিসার শুধু প্রিন্সিপালকে পদত্যাগ করলেই হবে না, তাদের কঠিন শাস্তি দিতে হবে।

যদি না হয়, আমি মা-বোনদের বলতে চাই, আপনারা রাস্তায় নেমে আসুন, আমি আপনাদের পাশে আছি। বিএনপি যদি সরাসরি এ ঘটনায় স্কুলের ছাত্রী ও অভিভাবকদের সাথে আন্দোলনে জড়িয়ে পরতো তাহলে এ সুশীলরায় বলতো এ ধর্ষণ ঘটনায় বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। হায়রে সুশীল!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।