আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী আইনশৃংখলা বাহিনীর জন্য সতর্ক সংকেত : বিশেষ করে পুলিশ বাহিনীর জন্য

love to singing মিসরে বিদ্রোহীদের হত্যার দায়ে ৭শ' পুলিশ কর্মকর্তা বরখাস্ত ঢাকা, ১৪ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক): মিসরে বিদ্রোহীদের হত্যার দায়ে ৭শ' পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার মিসরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর ইসাওয়ি এ কথা জানান। তিনি বলেন, ৫০৫ জন জেনারেল ও ১৬৪ জন কর্মকর্তাকে আগামী ১ আগস্ট থেকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কায়রোর তাহরির স্কয়ারে দুর্নীতিগ্রস্ত মোবারক সরকারের আমলের পুলিশ অফিসারদের বিচারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে দেশটির বর্তমান সামরিক সরকার আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন পেছানো হতে পারে বলে আভাস দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.