© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না। ঘটনা ১: দুপুরে গিয়েছিলাম গাউছিয়াতে কেনাকাটা করতে। একটা কাপড়ের দোকানে ঢুকলাম। গাউছিয়া মানে তো বুঝেন, পুরাই গিন্জি। তিল ধারণের জায়গাটুকু নাই।
তো একটা কাপড় পছন্দ হলো। দোকানীকে বললাম,"মামা,ঐ কাপড়টা দেখানতো"....উল্লেখ্য কাপড়টা ছিলো অনেক উঁচুতে। ঐটা বের করার সময় দোকানীর হাঁটুর ধাক্কায় নীচে রাখা বেশ কয়েকটি কাপড় মাটিতে পড়ে গেলো। পাশের দোকানী বলে উঠলো,"এই রে মাল পইড়া গেলো".....সাথে সাথেই ঐ মামাটা বইল্যা উঠলো,"আয় হায়,এতো মানুষের সামনে এইটা কি করলি? "
ঘটনা ২: গাউছিয়া থেকে বাসায় ফিরছি। তখন বিকাল ৫টা।
ধানমন্ডির কেএফসির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ঐ পাশ দিয়া দুইজন আধুনিক মাইয়া গটগট করে হেঁটে যাচ্ছে। পরণে টাইট টি-শার্ট,চোখে সানগ্লাস আর নিচে জিন্সের থ্রি-কোয়ার্টার। কারো কাছে গোপন করুম না। আমিও চামে চামে তাগো দিকে তাকাইলাম। ওদেরকে ক্রস করে হেঁটে যাওয়ার সময় দেখি পাশে দুইজন লোক,বোধহয় গাড়ীর ড্রাইভার হবে,নিজেদের মধ্যে ভীষন হাসাহাসি করছে।
বলার অপেক্ষা রাখে না এই অশ্লীল হাসির কারণটা কি। যাই হোক তাদের পাশ দিয়ে যাওয়ার সময় শুনি একজন বলছে,"আরে মগা,ঐ মাইয়া এ পর্যন্ত যে পরিমাণ সোনা খাইছে,তুমি এর আর্ধেক কলাও খাও নাই "
আমার ঘটনা এইখানেই শেষ। হাসতে চাইলে হাসেন। না হাসলে নাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।