আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো চিন্তা( নাদান ব্লগার এর ব্লগ লেখার প্রয়াস)

মনে সহনশীলতা দরকার, আমার মধ্যে এর বড়ই অভাব আজকে ডেইলি স্টার এ একটা আর্টিকেল পড়লাম। সেখানে তরুন প্রজন্ম, বিশেষ করে ছাত্র দের মধ্যে বিরাজমান বিভিন্ন ব্যাপার নিয়ে দ্বিধার কথা লেখা হয়েছে। আসলেই বড় একটা প্রব্লেম। মানুষের কিছু বিহেভিওর আছে যেগুলো পরিহার করা যায় না, কনফিউসান তার মধ্যে অন্যতম। সব জায়গায় কনফিউসান।

রিলেশানে কনফিউসান, ড্রেস নিয়ে কনফিউসান, এইম নিয়ে কনফিউসান, ফ্রেন্ডশিপ নিয়ে কনফিউসান, হ্যান ত্যান। এতো কনফিউসান। আজকে এফবি তে ফ্রেন্ড দের সাথে চ্যাট করতে গেলাম, সবাই মোটামুটি কনফিউসড। আসলে কি নিয়ে কনফিউসড, সেটাও কনফিউসান এর ব্যাপার। Responsibility বলে একটা শব্দ প্রচলিত আছে।

এই শব্দটা আমাদের ইয়ো জেনারেশন এর কাছেও বেশ পরিচিত। এর ব্যাবহার অবশ্য তারা বেশ সীমাবদ্ধ করে ফেলেছে। responsibility হল, তাদের মতে, গার্লফ্রেন্ড এর প্রতি বয়ফ্রেন্ড এর দ্বায়িত্ব অথবা উল্টোটা। আজকাল ছেলে মেয়ে relation আসলে আমাদের দায়িত্বজ্ঞ্যানহীন করে তুলেছে। আমরা ইয়ো জেনারেশন আসলে নিজের জায়গাটা ঠিক রাখতে পারছি না।

সব কিছু খুব এলোমেলো। আমরা কোন কিছু নিয়ে চিন্তা করতে প্রস্তুত না। আমাদের বুদ্ধি বিবেক, ক্রিয়েটিভিটি লোপ পাচ্ছে। আমাদের মন আচ্ছন্ন হয়ে থাকে আজেবাজে চিন্তা নিয়ে। মানুষ পরিবর্তন চায়, পুরনো চিন্তা চেতনা নিয়ে কয় দিন? কিন্তু যে চিন্তা চেতনা আমাদের নিজেদের আসল দায়িত্ব, নিজেকে যোগ্য করার পথ থেকে দূরে সরিয়ে রাখে, সেটা কখনই সুফল বয়ে নিয়ে আসবে না।

(লেখাটা খুব অগোছালো, যা বলতে চেয়েছিলাম সেটা শেষ পর্যন্ত আনতে পারিনি, নতুন ব্লগার। ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন। মনে হয়, ব্লগিং করার জন্য আরো ব্লগ পড়তে হবে)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।