বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি.এন.পি.) কতৃক আয়োজিত আজকের অনশন কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন হচ্ছে।ইলেকট্রনিক মিডিয়ায় সুবাদে অনশন কর্মসূচী দেখে খুশি হয়েছি যদিও উপস্থিত অনেকের চেহারা দেখে মনে হয়নি যে তারা না খেয়ে আছে।তারপরও এধনের কর্মসূচী আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকটা ভালো বলা যায়।যদিও সাদা পোশাকে কিছু বিপ্লব সরকার বা হারুন উর রশিদরা উপস্থিত হয়তো আছে কিন্ত লাঠি ব্যবহারের সুযোগ কম এবং জনগণও তেমন সমস্যায় পড়ছে না(যেমনটা হরতালে হয়)।আগামী দিনের আন্দোলন সংগ্রামে এধরনের কর্মসূচী বিরোধী দল ঘোষনা করতে পারে তাতে জনদূর্ভোগ কমবে। যেমন আজকের কর্মসূচী শেষে প্রত্যেক জেলা,উপজেলায় এধরনের অনশন কর্মসূচী দিয়ে নেতা-কর্মীদের গিয়ার-আপ করে জাতীয় গণঅনশন কর্মসূচী ঘোষনা করতে পারে এবং সরকারেরও উচিৎ যেন কোন ধরনের নির্যাতন-নিপীড়নের পথ না বেছে নেয়।এধরনের শান্তিপূর্ণ কর্মসূচীই হতে পারে হরতালের বিকল্প।হরতালের প্রয়োজন নাই তাও বলছি না কিন্ত হরতাল হোক শেষ মারনাস্ত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।