ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ( দুপুরের কড়া রোদে চোখের শান্তির জন্য কিছু সবুজ আলোক চিত্র ) ওরা অতিক্ষুদ্র হলেও সৌন্দর্যের দিক দিয়ে যে কারও চেয়ে কম নয় তা নির্দ্বিধায় শিকার করা যায় ..। সকালে শিশির ভেজা ঘাসে হাটতে অতি নিকৃষ্ট হৃদয়ের মানুষেরও হয়তো ভালো লাগে .....। তাছাড়া ঘাসের যে ফুল ফোটে সেগুলোও কিন্তু অন্যান্য ফুলের চেয়ে সৌন্দর্যে কোন অংশে কম নয় ...। আসুন আমরা সেই ঘাসের কিছু ছবি দেখি সুমনটোগ্রাফির এবারের পর্বে ......... ১ # ২ # ৩ # ৪ # ৫ # ৬ # ৭ # ৮ # ৯ # ১০ # ১১ # এবার দেখুন কিভাবে সবুজ গাছ-পালা ধংস করে দানবের মত এগিয়ে আসছে বড় বড় দালান কোঠা ,,,, ( বিঃদ্রঃ ছবি গুলোর সুন্দর কিছু ক্যাপশন দিতে পারেন কেউ ??? আমি এই কাজটা খুব একটা পারি না ) ধন্যবাদ সবাইকে কষ্ট করে ছবি গুলো দেখার জন্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।