আমাদের কথা খুঁজে নিন

   

আমার ল্যাপটপ এ পিপড়া ধরে কেন?

মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । আমি আমার ল্যাপটপ নিয়ে বিরাট ঝামেলায় আছি। সার্ভিস সেন্টার এ নিয়ে গিয়ে ও কোন লাভ হয়নি। সমস্যাটা হল আমার ল্যাপটপ এ পিপড়া ধরে।

পিপড়া এর মধ্যে কি মজা পাইছে আমি বুঝিনা। আমি ল্যাপটপ অফ করে ব্যাগ এ রাখলে পরদিন সকালে দেখি পিপড়া এর মধ্যে বাসা বানাইয়া ফেলছে। তখন পিপড়া পরিস্কার করতে আমার আধা ঘন্টা লাগে। আমি ল্যাপটপ কিনছি দুই মাস হল এবং এই দুই মাসে পিপড়া নিয়ে আমি যে কি মানসিক টেনশন এ আছি কাকে রেখে কাকে বলি? ল্যাপটপ এর ভিতরে তো কোন মিষ্টি জাতীয় জিনিস নাই অথবা আমি কখনো ল্যাপটপ এর সামনে বসে মিষ্টি জাতীয় কিছু খাইনি। আমি কি করবো কেউ কি কোন পরামর্শ দিতে পারেন? আমি মনে হয় পৃথিবীর প্রথম মানুষ যে এই সমস্যায় পড়ে কেরোসিন মিশ্রিত শুকনো কাপড় দিয়ে ল্যাপটপ পরিস্কার করেছি।

এখনো করছি কারন কেরোসিন দিয়ে ল্যাপটপ মুছলে পিপড়া অন্তত দুই দিন ল্যাপটপ এর ধারে কাছে আসে না। কিন্তু বারবার এতো কষ্ট আর টেনশন আর ভাল লাগেনা। এখন এইসব লাল পিপড়া আমার চরম শত্রুতে পরিণত হয়েছে। প্রসঙ্গতঃ আমি ল্যাপটপ কিনেছি আই ডি বি থেকে। আমি যেখানে থাকি সেই ঘর বাড়ি ও পরিস্কার পরিচ্ছন্ন ।

তাহলে এই পিঁপড়াগুলোর সমস্যাটা কোথায়? এরা কেন আমার ল্যাপটপ এর ভিতরে ঢুকে থাকে? আর ভাল্লাগেনা ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.