স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই....... বার্সার ওয়েবসাইটে একটি খোলা চিঠি লেখেন টিটো। যেখানে ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড়, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন ধন্যবাদ।
চিঠিতে ৪৪ বছর বয়সী ভিলানোভা লেখেন-‘পাঁচ বছর দলের সঙ্গে থাকার পর কোচ হওয়ার লালিত স্বপ্ন পূরণ হয়েছিল আমার। যে কোনো সহকারী কোচের জন্যই ওটা কাম্য।
এখন সময় এসেছে পেশাদারি জীবনে পরিবর্তন আনার। আমাকে এখন রোগটির বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করতে হবে, যেটা দেড় বছর আগে আমার শরীরে বাসা বাঁধে। চিকিত্সকদের পরামর্শে আমাকে এখন এটাই করতে হবে। এ অবস্থায় বার্সার মতো একটি দলকে শতভাগ দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। তবে এ ক্লাবকে আমি প্রচণ্ড ভালোবাসি।
আজীবন তাই এ ক্লাবের সঙ্গেই থাকব আমি। কিছু মানুষের সমন্বয়ে এখানে যে চমত্কার দল তৈরি হয়েছে তাদের ছেড়ে যাওয়া এতটা সহজ ব্যাপার নয়। খেলোয়াড়, কোচিং স্টাফ, বন্ধু যাদের সঙ্গে আমি এখানে বেশ কিছু অসাধারণ মুহূর্ত কাটিয়েছি তাদের কথা সবসময়ই মনে থাকবে আমার। আমাকে সহযোগিতা এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আমার প্রাণঢালা ধন্যবাদ। ’
৪৪ বছর বয়সী ভিলানোভার লালাগ্রন্থিতে টিউমারটি ধরা পড়েছিল ২০১১ সালে।
ওই বছর নভেম্বরে সেটা অপসারণ করা হয়। ২০১২ সালের ডিসেম্বরে ফের সমস্যা দেখা দেয়। আবারও অস্ত্রোপচার করা হয়। মরণব্যাধি ক্যানসার থেকে মুক্তি পেতে ১০ সপ্তাহ নিউইয়র্কে কেমোথেরাপি ও রেডিওথেরাপিও নেন। এরপর অবস্থার বেশ উন্নতি হয়।
চলতি বছর মার্চে ন্যু ক্যাম্পে ফিরে এসে দলকে লা লিগা জেতান। কিন্তু ফের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বার্সার কোচের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়ে ভিলানোভা লেখেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই দলের প্রেসিডেন্ট এবং পরিচালকদের। তারা আমার ওপর আস্থা রেখেছিলেন। মাঠের বাইরে তারা আমার ব্যক্তিগত জীবনেও পাশে থেকেছেন, সমর্থন জুগিয়েছেন নানাভাবে।
’ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেডিক্যাল স্টাফদের কাছেও। লিখেছেন, ‘মেডিক্যাল টিমের কাছেও আমি কৃতজ্ঞ। বিশেষ করে ডাক্তার রমন ক্যানেলের কাছে। দল পরিচালনায় তারাও আমার সঙ্গী ছিলেন। সাফল্যের অংশীদার তারাও।
’
আগামী দিনে বার্সা আরও দুর্দান্তভাবে এগিয়ে যাবে বলে আশা করেন তিনি। ভিলানোভার আশাবাদ, ‘আমি মনে করি বার্সা যে কোনো কঠিন সময় অতিক্রম করার ক্ষমতা রাখে। পরবর্তী মৌসুমে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত তারা। সামনের দিনগুলোতে দলটি আরও এগিয়ে যাবে। তাদের খেলা ফুটবলপ্রেমীদের কাছে আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।
’
সবশেষে তিনি লেখেন, ‘আমি আগের চেয়ে এখন ভালো বোধ করছি। পুরো আত্মবিশ্বাস নিয়েই চিকিত্সার নতুন পর্যায়ে যাচ্ছি। আশা করছি সব ঠিকঠাকভাবেই এগোবে। আমাকে সাহস এবং উত্সাহ জুগিয়ে যারা বার্তা পাঠিয়েছেন তাদের কাছে আমার এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমরা এজন্য আনন্দিত।
আমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই মিডিয়ার সাহায্য আশা করছি আমি। পরিশেষে বার্সা এবং দলে যেই নতুন কোচ হিসেবে আসুক তার সাফল্য কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।