নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । সুস্থ্য-সুন্দর জীবন পেতে হলে “হাসি”র মতো ধন্বন্তরী কোনও ঔষধ নেই , একথা আমার মতো আপনিও জানেন । কিন্তু বিজ্ঞান বলে, “ হি..হি..” করে বা মুচকে হাসলে চলবেনা । হা..হা.. করে প্রান খুলে হাসতে হবে ।
যাতে আপনার দেহযন্ত্রের লোহা-লক্করে প্রচন্ড ঝাকুনি লাগে আর তাতে কিছু তেল-মবিল বেড়িয়ে আসে । এই তেল-মবিলের কল্যানে আপনার “নাট-বল্টু” স্মুদলী রান করবে । এ হলো লেটেষ্ট থিওরী ।
মর্নিং ওয়াকে গিয়ে পার্কে দাঁড়িয়ে দল বেঁধে প্রানহীন হা.. হা.. করে শরীরচর্চা জাতীয় হাসিতে এ কাজটি হবেনা । তাতে শুধু কার দাঁত কতো পরিষ্কার এটা জানানো যাবে মাত্র ।
আবার দম বন্ধ করা হাসিও চলবেনা । এতে আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে ।
প্রানখুলে হাসতে হলে কিছু “ট্রিকস” আপনাকে জানতে হবে । ঔষধ গেলার মতো সকালে-দুপুরে আর রাত্রে নিয়মিত ভাবে এগুলো গিলতে হবে । হয় একা একা বা দলে বলে ।
প্রশ্ন করবেন, “কি জিনিষ ভাই ..?”
উত্তরটা শুধু আপনাকেই বলছি আর কাউকে বলবেন না । উত্তর একটা্ ই … “ক” য় “আকারে” কার … “ট” য় “উ” কারে “ন” …..
এটি হলো বর্তমান "ভিক্ষুক হালচাল"এর উপর পত্রিকায় প্রকাশিত ফিচারগুলি ভিত্তি করে । । ।
ঢাকা নামক "তিলোত্তমা" নগরে যারা থাকেন তাদের হর বছরের পরিচিত চিত্র....
যানজট নিরসনে নগরবিদ(?)রা এমোন বিকল্প প্রস্তাব জনগনের সুবিধার্থে প্রচার করতে পারেন ।
বর্তমানের "বুয়া হালচাল" এর চিত্র । কেবলমাত্র ভুক্তভোগীদের জন্যে ...
আপামর পাবলিকের জন্যে....
এরকম হাসি দিয়ে জীবনটা কাটাতে পারলে পরবর্তী জীবনে এমোনটা হলেও হতেপারে .....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।