সোমবার দুপুরে শহরের বাঞ্চানগর এলাকায় এ হামলা হয় বলে তিনি জানান।
তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল থেকে তিনি জানান, জেলা তথ্য অফিসে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে পৌরসভার বাঞ্চানগর এলাকার মাহবুবের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
এ সময় তার কাছ থেকে ক্যামরা ও নগদ টাকা কেড়ে নেয় তারা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী উদ্বেগ প্রকাশ করে বলেন, বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় আনা হবে।
মুরাদের উপর হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, মো. কাওসার, আব্বাস হোসেন প্রমুখ।
তারা এ হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।