ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।
বাঙালি নাকি মাগনা পাইলে আলকাতরাও খায়! এতে আমাদের অভ্যাস। তাই বিনা পয়সায় লাইনের পর লাইন লেখার সুযোগ পেয়ে না লেখার অভ্যাসও এখন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আর সেই অভ্যাসবশত একটা সুযোগ হাতছাড়া করতে চাই না।
দেশের প্রথম, তবে প্রধান কিনা তা জানি না এর মূল্যায়ন আপনাদের ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামের যে দ্বিভাষিক অনলাইন পত্রিকা ও বার্তা সংস্থা রয়েছে এটি আগামীকাল অন্যরকম কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। অনেকেই ভাবছেন কি নিয়ে? সেটা বলছি না। তবে দেখবেন সকাল ১১টা থেকে আরটিভি ও বাংলাভিশনে অথবা বিডিনিউজের নিজস্ব সাইটে।
সেই অন্যরকম পথের শোভাযাত্রা অথবা শুভযাত্রা যাই বলেন তাতে আপনাদের পদ যুগলকে কষ্ট দেব না। কষ্ট দেব চক্ষু যুগলকে।
তাই চোখ রাখুন আরটিভি অথবা বাংলাভিশনে। আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তো আছেই।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।