মন বসে না পড়ার টেবিলে যারা ফেসবুকে মোটামুটি নিয়মিত তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছেন কিছুদিন হল সবাই রেডিও সার্কেলের পেজ লাইক দিচ্ছে । ওখানে কিছু ছবি লাইক দিচ্ছে । মোদ্দা কথা রেডিও সার্কেল একটা ফটোগ্রাফী কম্পিটিশন আয়োজন করছে ।
শুরুতে জানার চেষ্টা করি রেডিও সার্কেল জিনিসটা কি । এরা হল ইন্টারনেট রেডিও স্টেশন ।
বাঙালী এমনিতেই ভিজে,ডিজে,আরজে নিয়ে ব্যতিব্যস্ত এর মধ্যে তারা আইজে নিয়ে এসেছে অর্থাৎ ইন্টারনেট জকি । আচ্ছা মানলাম ভাল উদ্যোগ । ঝামেলার শুরু তখনই যখন তারা নিজেরাই ফটোগ্রাফী কম্পিটিশনের উদ্যোগটা নিল যার পুরস্কার হল ডিএসএলআর ক্যামেরা । এবার একটু বিশ্লেষণ করি এতে রেডিও সার্কেলের লাভটা কোথায় আর কেনই বা তারা ভাল আইজে না খুঁজে ফটোগ্রাফার নিয়ে ব্যস্ত হয়ে গেল ।
ব্যাপারটা জলের মতই সহজ পুরো বিষয়টার মূলে হল জনপ্রিয়তা আর পাবলিসিটি ।
তারা ফটোগ্রাফী নিয়ে মানুষের সাম্প্রতিক উৎসাহকে কাজে লাগিয়ে নিজেদের পালে হাওয়া দেওয়ায় ব্যস্ত । ওদিকে কম্পিটিশনটা যে আদৌ কম্পিটিশন রইলো কিনা দেখবারও প্রয়োজন মনে করছে না ।
------------------------------------------------------
রেডিও সার্কেল নিয়ে আমার যত অভিযোগ :
## প্রথমত তারা ফেসবুকে সবার কাছ থেকে ছবি আহবান করে এবং ছবিতে ভোট দেওয়ার অনুরোধ জানায় । ফলে প্রচুর মানুষ আগ্রহী হয়ে ছবি পাঠায় এবং বন্ধুদের ভোট করতে বলে । কিছুদিন পর তারা ওই ছবিগুলোর মধ্যে থেকে ৪৫ টি ছবি নির্বাচিত করে ।
অথচ এই নির্বাচনের ভিত্তি ফেসবুকের লাইক নয় । তাদের অজ্ঞাত এক কমিটি । আর যেই ৪৫ টি ছবি নির্বাচিত হয়েছে তাদের অনেকগুলোই ফটোগ্রাফীর বেসিক কিছু কাঠগড়ায় আটকে যাওয়ার মত । আমার প্রশ্ন হল তারা যখন এত বড় একটা আয়োজনের দুঃসাহস দেখালো তখন তারা নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য কেন একদল বিশ্বাসযোগ্য ও স্বনামধন্য ফটোগ্রাফারকে নির্বাচক হিসেবে রাখলো না ?
## এরপর যখন ওই ৪৫টা ছবির মধ্যে ভোটিং শুরু হল তখন রেডিও সার্কেলের পেজের অ্যাডমিনের হঠকারিতা প্রকাশ পেল । তারা 'উ' আদ্যক্ষরের একজন ফটোগ্রাফারের ছবির সমালোচনা কোন অবস্থাতেই সহ্য করতে পারছিলো না ।
এবং বারবার কমেন্ট মুছে দিচ্ছিলো । মুছে দেওয়া বেশ কিছু কমেন্টের স্ক্রিনশট এখনো অনেকের কাছে আছে ।
## ১ জুলাই থেকে ৪৫ টি ছবি নিয়ে ভোটিং শুরু হয় । ঠিক ৬ দিনের মাথায় সব ছবির যাবতীয় লাইক ও কমেন্ট সরিয়ে ফেলে আবার নতুন করে লাইক দেওয়া চালু করা হয় । আর ছবির নিচে ডেসক্রিপশনে পূর্ববর্তী লাইকসংখ্যা লিখে রাখা হয় ।
এবং একটি বিশেষ ছবি নিয়ে আবার বিতর্ক ওঠে যে ওই ছবিতে জোর করে লাইক সংখ্যা বাড়ানো হয়েছে । এ নিয়ে যতই কমেন্ট যতই মেসেজ দেওয়াই হোক না কেন পেজের অ্যাডমিন কানেই তোলে নাই । বরং সকল কমেন্ট মুছে দেওয়া হল ।
## এরপর শুরু হল ঐ বিশেষ ছবিকে ঘিরে লাইক কেনার মত নোংরামী । মাইক্রোওয়ার্কারসের মত সাইট যে সম্পর্কে ব্লগের অনেকেই বেশ অবগত আছেন ।
সেখানে প্রতিটি লাইক কেনা হয়েছে ১২ সেন্টের বিনিময়ে । এই বিষয়ে রেডিও সার্কেলের কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই দেখে যারপরনাই হতবাক হয়েছি ।
## আর সবশেষে শুরু হয় গালাগালি । এসব কিছুর প্রতিবাদ করায় অনেকেই পেজে ব্যানড হয় এবং আর কমেন্ট করতে পারে না । কিন্তু কয়েকজন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেও তাদের কমেন্ট ডিলিট করাও হয় না আর তাদেরকে ব্যানও করা হয় না ।
এমনকি ঢাবির মাইক্রোবায়োলজির লেকচারার ও বাংলাদেশের অন্যতম ফটোগ্রাফার মুহাম্মদ মনিরুজ্জামান ( যারা ফ্লিকারে আছেন কিংবা মাঝেমধ্যে ফটো এক্সিবিশনে যান তারা খুব ভালমতই চিনবেন ওনাকে) স্যারকেও সরাসরি আক্রমণ করে কথা বলা হয়েছে যা কিনা দৃষ্টিকটু । (স্ক্রিনশটটা পেলে দিয়ে দিব )
---------------------------------------------------------
কেন আমার এই পোস্টের অবতারণা :
পোস্টটি লেখা মূলত আমার বন্ধু ও ব্লগার খামখেয়াল এর জন্য । ওকেও আপনারা অনেকেই চিনবেন । মাস কয়েক আগে ব্লগে সব ব্লগারের ফটোগ্রাফী নিয়ে ছেলেমানুষী কিছু পোস্ট দিয়েছিলাম । ওখানেও সবাই খামখেয়ালের ফটোগ্রাফীর বেশ প্রশংসা করেছেন ।
লিংক ১ লিংক ২
রেডিও সার্কেলের এই প্রতিযোগীতায় খামখেয়ালও (হৃদয় তানভীর) পার্টিসিপেট করেছিল । আর ওটাই কাল হয়েছে । অনেকে নাকি হুমকি ধামকিও দিয়েছে । আর তাই এখন পর্যন্ত লাইক সংখ্যায় থাকার পরও মান সম্মানের জন্য সম্প্রতি এয়ারটেল Break The Circle প্রতিযোগিতায় দ্বিতীয় পুরষ্কার পাওয়া হৃদয় এই প্রতিযোগীতা থেকে সরে আসতে চাইছে ।
এখন কি করা উচিত বলে মনে হয় ????
আমার এখান থেকে দুইটা সমাধান দেখছি ।
প্রথমত , রেডিও সার্কেলের এই ফালতু কনটেস্ট বন্ধ করার চেষ্টা করা । সেজন্য সবাই ফেসবুক পেজে কিংবা অন্যভাবে চেষ্টা করতে পারি । আপনাদের কোন আইডিয়া থাকলে শেয়ার করেন এই ব্যাপারে ।
দ্বিতীয়ত, যেহেতু তারা ফটোগ্রাফীর মত একটা আর্ট নিয়ে ফাজলামী করেই ফেলেছে আমরাও ফটোগ্রাফীর সম্মান রক্ষার্থে ভাল ছবিকেই ভোট দিয়ে বিজয়ী করি যাতে লাখ টাকা দিয়ে ভোট কিনেও কেউ জয়ী হতে না পারে ।
-----------------------------------------------------------
আত্মপক্ষ সমর্থন :
আমি কোন অবস্থায়ই কোন ফটোগ্রাফারের ছবির প্রচারণা কিংবা কালিমালিপ্ত করার জন্য এই পোস্টের অবতারণা করি নাই এবং আমার অধিকাংশ অভিযোগ কোন সুনির্দিষ্ট ফটোগ্রাফারের বিরুদ্ধে নয় বরং রেডিও সার্কেলের বেখেয়ালীপনা ও হঠকারী এই কম্পিটিশনের প্রতি ।
আর যারা যে ছবির জন্যই হোক কাউকে উদ্দেশ্য করে আজেবাজে কমেন্ট করেছে তাদের ধিক্কার । আমার এই পোস্টে কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত এবং এই পোস্টের সকল দায়ভার আমার ।
রেডিও সার্কেল এর কম্পিটিশনের লিংক : ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।