আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকীয় শ্রেনিবিন্যাস

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। “মাইরালা আমারে মাইরালা” “দড়ি ফালাও উইঠা আসি” “মেশিনম্যান” “মেশিন চলবে” এই কথাগুলা দেখতে দেখতে চোখ ঘুম ঘুম লাগতেসে... এর আগে করসিলাম একটা শ্রেণিবিন্যাস ... এখন এই ভিত্তিতে আরেকটা শ্রেণিবিন্যাস জরুরি হয়ে দাঁড়াইসে... যাতে ফেসবুকের বন্ধুগণ কে একটা সঠিক (!) তালিকায় অন্তর্ভুক্ত করা যায়...(!!) বাস এ আর রাস্তায় বিশেষ বই বিক্রেতাদের মত করে বলি... এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন... কোন প্রজাতির মানুষ রা কথায় কথায় মাইরালা বলবে... এদের বৈশিষ্ট্য কি কি? জানতে পারবেন কারা কোন বিষয় ভাল না লাগলে বলবে হে আল্লাহ,দড়ি ফালাও উইঠা আসি... ঐ কথা শুনে আল্লাহ কি রকম দড়ি ফালাবে... নাইলন, নাকি নারিকেল এর ছোবড়ার দড়ি, নাকি মশারির দড়ি... আবার আর ও জানতে পারবেন কোন বিশেষ প্রজাতির মানুষ মানুষজন রে কথায় কথায় নতুন শিখা কোন ডায়ালগ যেমন “মেশিন চলবে” , “পম গানা” এগুলা আওড়াবে ... এদের আউটলুক কেমন...কি কি বলতে পারে... ভাবতেসি আজমল স্যার কে একটা প্রস্তাব দিব... নেক্সট বই এ যাতে ফেসবুকীয় শ্রেণিবিন্যাস অন্তর্ভুক্ত করে... ওনার ছাত্র হিসেবে এই প্রস্তাব তো রাখা যায়... যাই ওনাকে কি লিখব ঐটা ঠিক করি... অনেক কাজ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.