ভাই, অফ যা, আর কান্দিস না। Major Zia Ur Rahman, Pak Army, Dacca
We all happy with your job. We must say good job! You will get new job soon.
Don't worrie about your family. Your wife and kids are fine.
You have to be more carefull about major Jalil.
Col. Baig Pak Army
May 29. 1971
***কলোনেল সাহেবের ইংরেজী জ্ঞ্যান দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। মুক্তিযুদ্ধে যুদ্ধপরাধের পাশাপাশা ইংরেজী ভাষাকে ধর্ষন করার জন্য উনার বিচার করা যেতে পারে। মরে গিয়ে থাকলে, মরনোত্তর বিচার করতে হবে। না হলে, ইংলিশ এর বাপ-মা শান্তি পাবেনা।
আসেন দেখি কি কি কারনে উনার কঠিন বিচার দাবী করা যেতে পারে।
** We all happy with your job. গ্রামার এর মাকে হত্যার অভিযোগে উনার বিচার চাই।
** Your wife and kids are fine. [শব্দটা হবে children]
kids এবং fine -- ফেসবুকীয় চ্যাটের ভাষায় অফিশিয়াল চিঠি লেখার জন্য উনার বিরুদ্ধে অফিশিয়াল ডিসিপ্লিন ভংগের ষড়যন্ত্রের অভিযোগ আনা যেতে পারে।
** পত্রলেখক ফেসবুক আসক্ত। এর শাস্তি স্বরুপ উনার ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দেয়া যেতে পারে।
** worrie -- বানান ভূল এর অপরাধে উনাকে শাস্তি দেয়া যেতে পারে। যেমন - worry শব্দটা এক হাজারবার লিখতে বলা।
** job -- ভূল শব্দ প্রয়োগের জন্য শাস্তি দেয়া যেতে পারে। [শব্দটা হবে assignment ] (আমার ভূল হলে সংশোধন করে দিয়েন)
** You have to be more careful about major Jalil. --- উনার ভূগোল জ্ঞ্যান দেখে বোঝা যায় নকল করে পাশ করেছেন। ৯ নম্বর সেক্টর আর ১১ নম্বর সেক্টর গুলিয়ে ফেলেছেন সে কারনে।
পরীক্ষায় নকল করে পাশ করার অভিযোগে বিচার করা যেতে পারে।
** কলোনেল কে সংক্ষেপে Col. লিখা, নিজের নাম সংক্ষেপে লিখা, আবার Major Zia Ur Rahman, পূর্ননাম পদবী লিখা, আবার major Jalil; এত সব স্ববিরোধিতা দেখে এটা প্রমানিত যে উনি নকল করে পরীক্ষায় পাশ করেছেন।
** কলোনেল সাহেবের ইংরেজী জ্ঞ্যান এর পাশাপাশি আক্কেল টাও দেখেন, চরের কাছে পাঠানো চিঠি কোডিং না করে, সবার নাম-পরিচয় দিয়ে লিখেছেন। এই জন্য উনারে দিগম্বর করে রাস্তায় ঘোরানো হউক, যাতে উনি কোডিং এর মর্ম টা বুঝতে পারেন।
** You have to be more carefull -- জিয়াউর রহমান এর কেয়ারফুলনেস দেখেন, চিঠিটা উনি নস্ট না করে সোজা সাংবাদিক নাঈম ইসলামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
এইডা একটা কাম হইল?? [এই ব্যাপারে আমি কিছু কমুনা]
[বেগ নামটা কই জানি আগে শুনছিলাম, উমম, দাড়ান চিন্তা করি, ; মনে হয় হিন্দি ছবি ম্যা হু না তে; ঠিক মনে পড়তেছেনা]
একটা আওয়ামী রসের নমুনা দেখুন নিচেঃ
দৃশ্যপঠ ১ -- জিয়াউর রহমান যুদ্ধ করেন নি।
দৃশ্যপঠ ২ -- জিয়াউর রহমান চর হিসেবে যুদ্ধ করেছেন।
দৃশ্যপঠ ৩ -- বেগম জিয়া আপনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে কিভাবে আপনি স্বাধিনতাবিরোধিদের সাথে জোট করেন??
[স্বাধিনতা দিবসে একজন বীরউত্তম মুক্তিযোদ্ধাকে নিয়ে নোংরামীর নিন্দা জানাই]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।