কিছু বুললে তো বুলবে বুলছি.... আমরা সবাই জানি ফেসবুকে এখন পেজ-যুগ চলছে। সবচেয়ে বেশি কৃত কর্মের মধ্যে পেজ লাইকালাইকি এখন টপে। কে কত অদ্ভূত/উদ্ভট নামের পেজ বানাতে পারে+কাতে কত লাইক পড়ে তাই এখন দর্শনীয়। এই হাজারো পেজের ভিড়ে খুব সাধারণ একটা পেজ আছে যাতে ফেলে আসা স্কুল-কলেজ জীবনের জাবর কাটা হয়। I mean, স্মৃতিচারণ করা হয়।
সেই পেজের Description টা এমনঃ
জীবনের পেরিয়ে আসা সব অংশই সুখের হয় না, আনন্দের হয় না। যেটুকু হয়, তার সিংহভাগ জুড়ে থাকে স্কুল এবং কলেজ।
সত্যিই, অদ্ভূত এক সময় কাটে স্কুল-কলেজে। অনুভূতি যেন সেখানে রংধনু!! হাসি, কান্না, অভিযোগ, অভিমান, উচ্ছ্বাস, দীর্ঘশ্বাস, লাফালাফি, কাঁপাকাঁপি............... বলে শেষ করা যাবে?
জীবনের প্রয়োজনে 'বড়' হয়ে যাবার পরও সেই রঙের ছোপ মনে থেকে যায়। বহুদিন পর হঠাৎ সাক্ষাতে কোন সহপাঠী অথবা শত ব্যস্ততার ফাঁকে যোগাযোগ রেখে চলা বন্ধুর দল যখন অগুনতি সেই ছোপ ছোপ রঙ খুঁজে ফেরে, সময়টা থেমে যায়!
এই পেজটা উৎসর্গ করা হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক ছাত্রছাত্রীদের প্রতি।
সাড়াও মিলেছে দারুণ তাদের কাছ থেকে! খুব অল্প সময়ের মধ্যে ২৮৮ জন পাবলিক এই পেজ পছন্দকারীর তালিকায় শামিল হয়েছেন এবং পোস্ট-কমেন্ট দিয়ে এটি জমিয়ে তুলেছেন। তবে সংখ্যাটা যদি আরো বড় হয়, কেমন হবে বলুন তো?
এই পেজের আহবান- আপনার ক্লাসমেট/ব্যাচমেট/মেসমেট/রুমমেট সবাইকে নিয়ে নিজে আসুন। সিনিয়র-জুনিয়র মিলেমিশে একটা চমৎকার বন্ধন তৈরি হোক। হারিয়ে যাওয়া দিনগুলো আবার ফিরে আসুক কথায় কথায়, গল্পে গল্পে....
পেজের লিংকঃ আমরা বগুড়া ক্যান্টের পাবলিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।