আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতার সামান্য কস্টার্জিত লেখায় আবেদন ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা রাজনীতি
-------------
কয়দিন আগেও যে দেশেতে
বইতো উন্নয়নের জোয়ার
পাঁচটি বছর পরে কেন
হচ্ছে কোয়ালিটি লোয়ার ?
নৌকা-শীষের মাঝে এসে
লাঙল যাচ্ছে পিষে
রাজাকারগুলো বুদ্ধিমান সব
ভালো করে মিশে ।
কয়েকশ কোটি টাকা হাতিয়ে
বিদেশ করছে পাচার
দেশের নাকি তারা রাজপুত্র
এখন খাচ্ছে জেলের আচার ।
কথিত এসব ভণ্ড রাজনীতিক
নিজের আখের গুছিয়ে চলে
জনগণের না নিজের স্বার্থে নিত্য হরতাল
একই মুখে দুরকম কথা বলে ।
এসব করে যাচ্ছে তলিয়ে
দেশের মর্যাদা আর মান
সবার কাছে হাত জোড় করি
দয়া করে এদের ঠেকান ।
খেলাধূলা
-------------
হা-ডু-ডু নাকি জাতীয় খেলা
কজনই বা নামটি জানে ?
ক্রিকেট,ফুটবল,টেনিসে পাগল
বাস্তবতা খুব কম লোকই মানে ।
সাকিব,তামিম বিদেশে খেলে
কামাই করছে কিছু বিদেশী টাকা
মেধা এভাবে পাচার যদি হয়
দেশটাই হবে মেধা ফাঁকা ।
আমিনুলরা সব রিটায়ার্ড হচ্ছে
কত আর দেখাবে পেশাদারিত্ব
ওরে,অনেক দেখিয়েছিস মেকি
এবার করে দেখা কিছু দায়িত্ব ।
ক্রীড়াক্ষেত্রে অনেক টাকা বরাদ্দ
আসলেই কি তাই ?
তাহলে কোথায় যাচ্ছে এত টাকা ?
সব খালি চেটেপুটেই খাই ।
যদি এসব কিছু বন্ধ না হয়
তবে খেলার সাথে আড়ি
দেশের সম্মান দেখাতে হবে
খেলায় জিতি কিংবা হারি ।
বিচারব্যবস্থা
---------------
বিচারের নামে প্রহসন আর
বিচার বিচার খেলা
বিচার চাইতেই গরীব-দুঃখীর
নিত্য অবহেলা ।
সরকার শুধু গদিতে বসেই
বিচার নিয়ে করছে মজা
সেই বিচারে সন্ত্রাসী ছাড়া
নিরীহ লোকগুলোই পাচ্ছে সাজা ।
নতুন নতুন আইন পাশ হচ্ছে
নতুন এসব খেলা
সাধারণ জনগণকেই ভুগতে হয়
নতুন এসবের জ্বালা ।
কয়েক বছরেই এত পাল্টেছে যখন
দেশের সংবিধান
নতুন সরকার এসেই বলে
পুরনো আইনগুলো নিয়ে যান ।
হঠাৎ যদিও এসবগুলো
পাল্টেও রীতিমত
তাহলেও জনগন অস্বস্থিতে পড়বে
অশান্তি আছে যত ।
শিক্ষাব্যবস্থা
--------------
উচ্চ উচ্চ শিক্ষাগুলো
উচ্চ মানুষ চালায়
রাজনীতি ঢুকছে প্রচুর
সরাবে কোন হালায় ?
ছাত্রগুলো সব চাকরী মত
আগে থেকেই সেট
পরেরবারের চিন্তা এখনই
চালাতে হবে পেট ।
নোংরা শিক্ষা এড়িয়ে চলা
কতদিন আর এভাবে ভোগা ?
এসব চলতে থাকলে একদিন
দেশটাই হয়ে যাবে রোগা ।
মানুষগুলো সব দ্বিধাগ্রস্থ
তারা কতটুকুই বা শিক্ষিত ?
ভবিষ্যতে তাদের কাজকর্মই বলবে
ইহা সবই পরীক্ষিত ।
যদি দেশের চাকা এভাবেই ঘোরে
চাকায় লাগে জং
মরচে ধরা শিক্ষাখাত
দেখাবে অসৎ ঢং ।
দুর্নীতি
------------
দুর্নীতি এক মহা অসুখ
ঔশুধে না যায় সারা
যদি আগে থেকে
না যায় এই রোগ ধরা ।
দেশকে করে পক্ষাখাতগ্রস্থ
হতাশায় নিমগ্ন আলো
সুড়ঙ্গের ওপারেও থাকে
জমাট বাঁধা কালো ।
দেশের মেরুদণ্ড ভেঙ্গে যায়
এ এমনই ছারপোকা
দেশের ইজ্জত তলিয়ে যায়
আছে গভীর ষড়যন্ত্র আর ধোঁকা ।
নতুন করে আলো এসে
বদলাবে কি সব ?
দুর্নীতিতে রোগাক্রান্ত
তোমার,আমার জব ।
এসব দেখে কাঁদে যদি
কারো কমল মন
দুর্নীতি থামাতে তাহলে
এখনই সচেষ্ট হোন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।