আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার বংশধর

১৭৫৭ সালের ২ জুলাই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অনেকের স্মৃতিতে না থাকলেও নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের কাছে দিনটি শোকের। তাঁরা এদিন নবাবের ছবির সামনে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধার সঙ্গে তাঁদের বংশের নবাবকে স্মরণ করেন। নবাবের বংশধররা এখন ঢাকায় বসবাস করছেন।

তাঁরা হচ্ছেন নবাবের অষ্টম বংশধর সৈয়দ গোলাম মোস্তফা এবং নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ গোলাম মোস্তফা বর্তমানে ব্যবসা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আর সৈয়দ গোলাম আব্বাস আরেব নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে গবেষণা করছেন। গড়ে তুলেছেন 'সাব ফ্রেন্ডশিপ গার্ডেন' নামের একটি সংগঠন। তিনি নবাব সিরাজউদ্দৌলা একাডেমীর নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা।

ঢাকার খিলক্ষেত-বারিধারার লেকসিটি কনকর্ডে নবাবের এই বংশধররা বসবাস করছেন। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রক্ত তাঁদের শরীরে প্রবাহিত হলেও তাঁরা লোকচক্ষুর আড়ালেই থেকে গেছেন। সাধারণ মানুষের মতো বাসে চাপছেন, কাঁচাবাজারে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত জীবন-জীবিকার জন্য লড়াই-সংগ্রাম করছেন। নবাব পরিবারের বংশধর হিসেবে তাঁরা বিশেষ কোনো সুযোগ-সুবিধা পাওয়া বা ফায়দা লোটার জন্য কখনোই নিজেদের পরিচয় তুলে ধরেননি।

আলিবর্দী খাঁ ইরান থেকে এসে ১৭৪০ সালে ৬৬ বছর বয়সে বাংলার নবাব হন। তাঁর নাতি সিরাজউদ্দৌলা ১৭২৭ সালের ১৯ সেপ্টেম্বর রাজমহলে জন্মগ্রহণ করেন। ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। ১৭৫৭ সালের ২ জুলাই মীর জাফরের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে তিনি নিহত হন। নবাব পরিবারের নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেবের পূর্ববর্তী বংশধরের কুষ্ঠি বিশ্লেষণ করে জানা যায়, ( ১)নবাব সিরাজউদ্দৌলার মেয়ে উম্মে জোহরা ওরফে কুদসিয়া বেগম (প্রথম বংশধর), (২) জোহরার ছেলে শমসের আলী খান (দ্বিতীয় বংশধর), (৩)তাঁর ছেলে লুৎফে আলী (তৃতীয় বংশধর), (৪)লুৎফের মেয়ে ফাতেমা বেগম (চতুর্থ বংশধর), (৫) তাঁর মেয়ে হাসমত আরা বেগম (পঞ্চম বংশধর), (৬)হাসমত আরার ছেলে সৈয়দ জাকি রেজা (ষষ্ঠ বংশধর), (৭)তাঁর ছেলে সৈয়দ গোলাম মোর্তজা (সপ্তম বংশধর) (৮) গোলাম মোর্তজার ছেলে সৈয়দ গোলাম মোস্তফা (অষ্টম বংশধর) (৯)এবং তাঁর ছেলে সৈয়দ গোলাম আব্বাস আরেব (নবম বংশধর)।

নবাবের নবম বংশধর আরেব সিরাজ পরিবারের আদর্শ, প্রেম-ভালোবাসা ও স্মৃতি ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আরেব বলেন, 'বাংলার শেষ স্বাধীন নবাবের ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষা নেওয়ার ইতিহাস। এই ইতিহাস থেকে শিক্ষা নিলে তা প্রিয়জনের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশি-বিদেশি দুষ্টশক্তি ও কুচক্রীদের চক্রান্তের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে আমাদের সাহায্য করবে। তাঁর পূর্বপুরুষ নবাব সিরাজউদ্দৌলা ও সিরাজ পরিবার সম্পর্কে জানার জন্য তিনি http://www.shabplus.yolasite.com ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.