আজকে এক জায়গায় দাওয়াতে গেলাম দুপুরে। গেস্ট রুমে আমি,আমার মামাতো ভাই সাজিদ(ক্লাস সেভেন) আর ভাগ্নী লগন( কেজি ওয়ান) বসে আছি। আমাদের সামনে তিন গ্লাসে রয়েছে শরবত। লগনঃ মামা, আমি যদি আজকে ভাত না খাই তাহলে কি আমার ভেতর থেকে ভূত আর কঙ্কাল বের হয়ে আসবে ? আমি- মানে? ভূত আর কঙ্কাল কিভাবে বের হয়ে আসবে? সাজিদ(গম্ভীর গলায়)- ও বুঝাতে চেয়েছে , না খেলে কি ও শুকিয়ে যাবে কিনা?শুকিয়ে গেলে কঙ্কালসার হয়ে গেলে ওকে ভূতের মত দেখা যাবে কিনা ? আমি-অ। একটু পর সাজিদ সামনে রাখা একটি গ্লাস উঠিয়ে শরবত খেল। খাওয়া শেষে বললো," বাহ ভাল তো, ভাল না ! শরবতের নামে মধু পাইলাম ভাল না ! " শরবতের মধ্যে অত্যধিক চিনি থাকায় এই উক্তি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।