আমরা আদিবাসী। এই দেশ জন্মের আগে থেকেই আমাদের বসবাস। সেই আমাদের ন্যায্য অধিকার দেয়া হচ্ছে না। আমাদের পরিচয় নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে, যা ইতিহাসকে অবজ্ঞা করার ন্যায়। আমরা আমাদের সাংবিধানিক স্বীকৃতি চাই।
।
নাফিসা সাদাফ, একটি ফুটফুটে হাসিখুশি মেয়ে। সবার মতোই সে স্কুলে যায়, আড্ডা মারে, গান গায়, গান শুনে, ছবি আঁকে, ছবি দেখে।
ছোট দুটি বোন আছে, তাদের সে গল্প শোনায়, হাসায়, খুনসুটি করে। দাদুর বড় আদরের নাতনি, মা-বাবার চোখের মণি।
কিন্তু নাফিসা এখন আর আগের মতো ছোটাছুটি করে না। আগের চেয়ে অনেক নীরব হয়ে গেছে। কারণ দেহে তার বাসা বেঁধেছে মারাত্মক জীবনক্ষয়ী সেল টিউমার....
নাফিসার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়েছে। গত দুই বছর ধরে হোমিও চিকিৎসা করেও নিস্তার পায়নি। সামান্য টিউমার এখন জীবননাশক হিসেবে দেখা দিয়েছে।
ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা করিয়ে আবার স্কয়ারে নিয়ে যাওয়া হয়, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করেও আশার বাণী শোনাতে পারেন নি। বর্তমানে সে স্কয়ার হাসপাতালের অর্থোপেডিস্ক বিভাগের কনসালটেন্ট ডাঃ ফজলুল হক ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ রুহুল আমিনের চিকিৎসাধীন। এদেশে তার চিকিৎসা করানোর মত প্রযুক্তি নেই। তাই চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসার্থে বিদেশে নেয়া আবশ্যক। এর জন্য ১২ লাখ টাকা প্রয়োজন, যার সম্পূর্ণ অর্থ নাফিসার মধ্যবিত্ত পরিবারের পক্ষে যোগার করা সম্ভব হচ্ছে না।
তাই নাফিসার পরিবার গত ২৩ জুন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকায় এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আমরা কজন বন্ধু THANX (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর মাধ্যমে নাফিসার পাশে এসে দাঁড়াই।
আমরা ফেইসবুকে SAVE NAFISA View this link নামে একটি গ্রুপ খু্লে বন্ধুদের কাছে আমাদের সাহায্য বার্তা পাঠাই। এর ফলে বিভিন্ন জায়গা থেকে সুহৃদ বন্ধুরা অর্থ সহায়তা ও উত্তোলনের মাধ্যমে নাফিসার পাশে এসে দাঁড়িয়েছে।
তাই আপনাদের সবার কাছে নিবেদন, আসুন আমরা নাফিসার পাশে দাঁড়াই।
আপনার একটুকু সাহায্য ফিরিয়ে দিতে পারে তার জীবন....
নাফিসা বাঁচতে চায়, হাসতে চায়, স্বপ্নিল জীবন গড়তে চায়.....
মানুষ মানুষের জন্য, আমরা কি ফিরিয়ে দিতে পারিনা নাফিসাকে একটি সুন্দর জীবন????
আসুন, আমরা সবাই মিলে নাফিসার পাশে দাঁড়াই......
সাহায্য পাঠাবার ঠিকানা :
সঞ্চয়ী হিসাব নং : ০৩৪-৫৩০০০৮৪০০৩,
ওয়ান ব্যাংক, সিডিএ এভেন্যু, চট্টগ্রাম।
যোগাযোগ: ০১৮৩০ ৯৮ ৪০ ৯০, ০১৯১৩ ৯৯ ৫০ ৪৭
THANX এর মাধ্যমে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন :
জয় : ০১১৯০ ৩৪ ৬৮ ২১
হৃদয় : ০১৬৭৫ ৬৫ ৫৪ ৮১
লিমন : ০১৮২৯ ৩২ ১৮ ১২
রাকিব : ০১৮১৩ ৭৩ ৪০ ২২
[link| http://www.facebook.com/thanx2010 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।