আমাদের কথা খুঁজে নিন

   

খুনের বদলা খুন, মাইরের বদলা মাইর।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না। আজ ব্লগের আওয়ামীলিগ ব্লগরা সুশীল সমাজের মত কথা বলছেন। এটা ঠিক না, ওটা ঠিক। শাক দিয়ে মাছ ডাকের চেষ্টা করছেন। মনে রাখবেন এক মাঘে শীত যায় না।

অন্যায় সব সময় অন্যায়। আজ আপনারা করছেন, কাল বিনপি করবে। তখন আপনাদের মত সুন্দর সুন্দর কথা বলব। আর পুলিশের কথা কি বলব, গোপালগঞ্ঝ, ফরিদপুর দিয়া ভরায়া রাখছে। দেশটাতো ওগো বাপের।

শেখ হাসিনার ছবি পোড়াছে দেখিয়া রাষ্ট্র দ্রহিতার মামলার দিনমুজুর ভাইকে জেলে ভরছে। আমেরিকার প্রেসিডেন্ট ওবামার ছবি দিয়া সেই দেশে জুতা বানাই, সেইখানে কাওরেতো জেলে জাইতে শুনি নাই। আজ আওয়ামীলিগ ব্লগারা নাসিম, মতিয়া চৌধুরী কথা বলবেন। তাদেরকে বিনপি ছাড়ে নাই, আমরা কেন ছাড়ব। তাহলে অপেক্ষা করেন ভবিষ্যতে কি হয়।

আজ ব্লগের আওয়ামীলিগ ব্লগরা সুশীল সমাজের মত কথা বলছেন। এটা ঠিক না, ওটা ঠিক। শাক দিয়ে মাছ ডাকের চেষ্টা করছেন। মনে রাখবেন এক মাঘে শীত যায় না। অন্যায় সব সময় অন্যায়।

আজ আপনারা করছেন, কাল বিনপি করবে। তখন আপনাদের মত সুন্দর সুন্দর কথা বলব। আর পুলিশের কথা কি বলব, গোপালগঞ্ঝ, ফরিদপুর দিয়া ভরায়া রাখছে। দেশটাতো ওগো বাপের। শেখ হাসিনার ছবি পোড়াছে দেখিয়া রাষ্ট্র দ্রহিতার মামলার দিনমুজুর ভাইকে জেলে ভরছে।

আমেরিকার প্রেসিডেন্ট ওবামার ছবি দিয়া সেই দেশে জুতা বানাই, সেইখানে কাওরেতো জেলে জাইতে শুনি নাই। আজ আওয়ামীলিগ ব্লগারা নাসিম, মতিয়া চৌধুরী কথা বলবেন। তাদেরকে বিনপি ছাড়ে নাই, আমরা কেন ছাড়ব। তাহলে অপেক্ষা করেন ভবিষ্যতে কি হয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।