আমাদের কথা খুঁজে নিন

   

খুনের ইচ্ছা

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

একটি খুন করতে ইচ্ছে করছে কিছুতেই বুঝতে পারছি না কাকে খুন করবো কত কিছু দেখতে দেখতে অক্ষরের চেয়ে দামী হয়ে গেল একটি আর্জেজ ছুঁড়ে মারবো সরকারের নাক বরাবর নাকী বসরার লাল গোলাপ ধূসর করার জন্য বেছে নেবো সাম্রাজ্যবাদকে চাঁদও রাতটাকে রহস্যময় করে তোলে পিস্তল তাক করবো চাঁদের বরাবর কষ্ট জাগলেই নীলের কথা মনে পড়ে একটি আনবিক দিয়ে খুন করবো নীলাকাশ আর আমার প্রেমিকা শিমুল রক্তের মতো ঝরে পড়েছিল আমার হৃদপিণ্ড থেকে কি করে সে স্বাধীনতা হরিয়ে অন্যের দাসী হয় নাকী ওর মিষ্টি হাসিটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারবো এক ঝাক ক্ষেপনাস্ত্র এখন মনে হচ্ছে আসরে খুন করা দরকার কবিতা ও আমাকে নিঃসঙ্গ ও খুনে করে তুলছে পৃথিবীটা কবিতার বাসযোগ্য নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।