দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে
কখনও কখনও পত্রিকাগুলো যে কি পরিমাণ বেহায়া আচরণ করে, তার জ্বলজ্যান্ত প্রমান ডেইলি স্টারের সেই ছবি। উপর থেকে নিচ থেকে ব্যাকগ্রাউন্ড কেটে দিয়ে সেটাকে উল্টা করে ছাপিয়েও নিজেকে উদ্ধার করতে পারে নি। ছবি এডিট করতে গিয়ে একটা চিহ্নকে ঢাকতে ভুলে গিয়েছিল। আল্লাহ পাকের ইচ্ছার উপর কারো হাত আছে?
এরকম পরিস্কার বোল্ড আউট হতে দেখিনি আগে। পাঠক লক্ষ করুন রোড ডিভাইডারের উপর যে লেখাটা আছে সেটা উল্টানো ছিল ডেইলি স্টারের ছবিতে। রাস্তাঘাটে মিরর ভিউ দেখানোর জন্য কখনও উল্টা লেখা দেখেছেন?
সেইখানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যদি ছবিটা সোজা করে ধরা হয় তবে দেখা যায় যে, পিস্তলের ডিরেকশন ইঙ্গিত করে গুলি যাচ্ছে আওয়ামী শিবির থেকে জামায়াত শিবিরে।
একই ছবি যুগান্তর ছাপিয়েছিল সোজা করে। তারা ডেইলি স্টারের মত অত বুদ্ধিমান ছিল না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।