আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়ন জলে .নীল আকাশের মেঘ গুলো যেমন ভেসে চলে... আমাদের জীবনও মেঘের মত ভেসে বেড়ানো মেঘ গুলো মাঝে মাঝে যেমন বৃষ্টির রুপে ঝরে পড়ে, আমরা শুধু নিচে দাঁড়িয়ে ভীজে হয়ে যাই বৃষ্টিস্মাত... বৃষ্টির প্রতিটি ফোটা যেন পুরোনো দিনের দিকে নিয়ে যাই... ণীল শাড়ীতে রবীন্দ্র সংগীতের মেঘমল্লারে বৃষ্টিভেজার সে কি আয়োজন।। চোখ বুজলেই মনে হতো প্রিয়ো মানুষের কাজল নয়ন পুষ্প বৃষ্টিতে সে যেন সবকিছুকে আলোকিত করে দিত কোন শুভদিনে মঙ্গলপ্রদিপের আলোয় সমস্ত ঘর যখন আলোকিত চুপটি করে এসে হাজারো গোলাপের শুভেচ্ছায় ভরিয়ে দেয়ার সে যে অনুভুতি কোন এক স্বপন পারের মেঘ হয়ে ভাসতে থাকে আজীবন বেলির এক গোছা গাঁজরা হাতে যখন শুভ্র পাঞ্জাবিতে এসে দাঁরাতো সামনে অসম্ভব ভালো লাগার পলক পড়তো সেই মধুখনের... স্বপ্নজ্বালে ভর করে ভেসে চলে সবকিছু মেঘের দেশে মেঘোমালায় ভাস্তে ভাস্তে একসময় মুক্তবৃষ্টি হয়ে ঝরে পরবে কোনো সুদূর মরুভূমির প্রান্তরে... প্রচণ্ড তাপে মিশে যাবে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনার মাঝে... দেবরুপা ২০০৮/৯/০৩ সময়... রাত...৯-২০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।